Adsterra

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ‘আত্মহত্যা’ শিক্ষক বাবার ক্যাম্পাসের বাসায়

ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ‘আত্মহত্যা’ শিক্ষক বাবার ক্যাম্পাসের বাসায়


ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফুলার রোডের একটি বাসায় এক শিক্ষকের বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

ছাত্রীর নাম আদ্রিতা বিনতে মোশাররফ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। তাঁর বাবা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।

রোববার ভোরে আদ্রিতাকে নিথর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ৭টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আদ্রিতা বাবা-মায়ের সঙ্গে ক্যাম্পাসের দক্ষিণ ফুলার রোডের ১৯ নম্বর ভবনে থাকতেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আদ্রিতা ‘আত্মহত্যা’ করেছেন।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আদ্রিতা বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবারের সদস্যদের কান্নাকাটির শব্দ পেয়ে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর ভোর সাড়ে চারটার দিকে বাসাটিতে যান। সেখানে গিয়ে আদ্রিতার আত্মহত্যার কথা জানতে পারেন। সহকারী প্রক্টরের ধারণা, আত্মহত্যার ঘটনাটি আজ ভোররাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ঘটে থাকতে পারে। তবে তাঁর আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

আদ্রিতার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।

No comments

Powered by Blogger.