Adsterra

‘মেয়ে পছন্দ না হওয়ায়’ ফেরত বরপক্ষের উপর কনেপক্ষের হামলা, নিহত ১

মেয়ে পছন্দ না হওয়ায় ফেরত বরপক্ষের উপর কনেপক্ষের হামলা, নিহত ১, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News,

ঘটনাটি ঘটেছে বাগেরহাটে। জেলার মোল্লাহাটে একটি বিয়েবাড়িতে কনেপক্ষের হামলায় বরপক্ষের আজিজুল হক (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি বরের ভগ্নিপতি। নিহত আজিজুল হকের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামে। সূত্র: ঢাকা ট্রিবিউন, ঢাকা টাইমস


শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার চুনাখোলা ইউনিয়নের আংড়া গ্রামের এই ঘটনা ঘটে।


অভিযোগ উঠেছে, ‘কনে পছন্দ না হওয়ায়’ বিয়েবাড়ি থেকে ফিরে আসছিলো বরপক্ষ। পথে তাদের ওপর কনেপক্ষের লোকজন হামলা চালায়।


শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। সংগ্রহ করতে ক্লিক করুন


এ ব্যাপারে বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, ‘আংড়া এলাকার শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি, মেয়েকে দেখে ছেলের পছন্দ হলে তবেই বিয়ে হবে। সেই শর্তেই আজ আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়েকে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন।’


মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। দোষীদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।’

No comments

Powered by Blogger.