চৌগাছায় আশ্রয়ণের ঘরে মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
যশোরের চৌগাছায় আশ্রয়ণের ঘরে ১১ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকেলে চৌগাছা উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে ধর্ষণের ঘটনা ঘটে। মেয়েটি একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। আটক রবিউল উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামের শাহাদত মণ্ডলের ছেলে। তিনি ওই আশ্রয়ণ প্রকল্পেই থাকেন।
ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম আটক হওয়ার বিষয় নিশ্চিত করেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিউল ইসলামকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।’
শিশুটির মা ও বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, আশ্রয়ণ প্রকল্পে মেয়েশিশুটির মা-বাবা ও রবিউল ইসলামের ঘর পাশাপাশি। গতকাল সোমবার বিকেলে রবিউলের স্ত্রী এবং ওই শিশু রবিউলের ঘরের বারান্দায় ঘুমাচ্ছিল। রবিউল একই ঘরের ভেতরে শোয়া ছিলেন। স্ত্রী ঘুমিয়ে পড়লে শিশুটিকে মোবাইল ফোনের নম্বর বের করে দেওয়ার কথা বলে ডেকে ঘরের ভেতরে আনেন তিনি। সেখানে শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন রবিউল।
পুলিশ আরও জানায়, ধর্ষণের ঘটনায় রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। পরে ঘরে গিয়ে ঘটনাটি মাকে বলে। ওই শিশুর মা-বাবা রবিউলের ঘরে এসে তাঁর স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে দেখান। এ সময় রবিউলের সঙ্গে শিশুর মা-বাবার ধস্তাধস্তি হয়। আশ্রয়ণের অন্য বাসিন্দারা তাঁকে আটকে রাখেন। খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার ও রবিউল ইসলামকে আটক করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার জুলকার ইসলাম বলেন, ‘প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই শিশু ধর্ষিত হওয়ার আলামত পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। রবিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর থানায় নিয়েছে পুলিশ।’
শিশুটির মা ও বাবা বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। রবিউল ইসলামের সর্বোচ্চ শাস্তি চাই। আমাদের নিষ্পাপ শিশুমেয়েটির যে সর্বনাশ তিনি করেছেন, তাঁর শাস্তি দেখে আর কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’
No comments