সুইসাইড নোট || আহসান হাবীব রকি
অনেক তো হলো ভালো থাকা
মিছে এই রং-তামাশা আর কত ?
প্রবাহমান এই শহরে প্রতিকূলতা লুকোনোর
এই অভিনয় লুকোতে দিলো না আমার ক্ষত..
সময় এবার ধরিয়ে দিলো চোখের কোণে জমিয়ে রাখা অন্ধকার,
কল্পনার কারুকার্যে নিঃপ্রাণ সে লাশজমানো মর্গে এখন আমার স্থান ;
শত কোলাহলের মাঝে গ্রাস হয়ে গেছে আমার আস্তিত্ব
জনসমুদ্রে গুম হয়ে গেছে আমার গলার স্বর
লক্ষ্যবিহীন এই অগুন্তি নিশ্বাসের মাঝে...
আমি নিজেই পাই না নিজেকে খুঁজে আমার সত্বায়-
অকারণ এই পায়েচারী আমাকে বড্ড অসহায়দের দলে গোনায়।
হ্যা, আমি আকড়ে ধরতে পাই নি আমার স্বপ্নকে
ফসকে গেছে সে আমার ভাগ্যের স্পর্শ ছেড়ে অথবা আমার খামখেয়ালির গল্পতে...
তাই বলে তো এমনটটা আমি চাই নি ;
এ কেমন মুখশে লুকোনো হাসিমুখ আর বাক্সবন্দী কারাবাস?
স্বপ্ন ভাঙ্গা এই বুকচাপা নিঃস্তব্দতায় মহাসুখি কিন্তু হতাশ।
না পারার দলে তো কেবল আমি একা নই,
সঙ্গে তো অারো অনেকে ছিলো..
তবুও এই ফাঁসির মঞ্চে কেন আমি আজও একা?
জ্ববাব চাইবো কার থেকে-দেয় না তো কেউ দেখা..
হুম, এখন আমি খুব করে বুঝি
অসহায়ত্বের কোনো সঙ্গি হয় না,
তাই মিছে বাহানায় আর কখনো বুক বাধি না,
হেরে যাওয়া এই গল্পর কথাও আর কারোর কাছে সাধি না।
অনুগ্রহের আশ্রয়ে আর নিজেকে রাখতে চাই না কারোর কপালে দূঃচিন্তার ভাঁজ হয়েও থাকতে চাই না-
অবিরাম ঝড়তে থাকা ঝর্ণারা যত
আমি হতে চাই মুক্তধারা বয়ে যেতে চাই বন্যার মত।
শবুর কেবল জীবনের এই মহাবিদ্যালয়ের ঢং-ঢং ছুটির ঘন্টার
অবিরাম গ্লানি,ক্ষোভ আর দূঃচিন্তার কতই বা পুষবো আর?
অবিরত অকাল মৃত্যুর মাঝে বেঁচে থাকা নাম যার।
যেতে চাই আমি সেই দুনিয়া যেখানে না আছে দাম এই ফর্সা শরীর আর কোমল বরণ মনটার-
হতেও পারে এ আমার পাগলামো নয়তো আমার অহংকার
সাড়ে তিন হাত মাটির নিচে মেটাবো আমার একাকিত্বের উপসংহার।
শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। সংগ্রহ করতে ক্লিক করুন
No comments