Adsterra

প্রেমিকরা তো একটু নির্লজ্জ হবেই || আহসান হাবীব রকি

প্রেমিকরা তো একটু নির্লজ্জ হবেই, আহসান হাবীব রকি, bangla poem collection, bangla poem about birthday, haka Voice, Today Trending News, Today Viral New


মানুষ বলে, 

প্রেমে পড়লে না-কি মানুষ নির্লজ্জ হয় 

মানুষ আসলে ঠিকই বলে..

প্রেমিকরা তো একটু নির্লজ্জ হবেই

লজ্জা থাকলে তো আর প্রেমিকার মনের না বলা ইচ্ছে গুলো কখনই পূরণ হতো না। 

প্রেমিকের চোখে তাঁর জন্য আল্ত করে সাজিয়ে রাখা মোহ আর ক্যাবলামোগুলো 

কখনই ভীরুতা থেকে সাহসিকতায় পূর্ণতা পেতো না।


একবার ভাবুন তো!

প্রেমিকে সঙ্গে করে যখন কোনো প্রেমিক রাস্তা হাটে,

বুকের মাঝে কতটা মায়া আর ইনসিকিউরিটি থেকে

প্রেমিক তাঁর পছন্দের নারীটার হাতটা ধরে রাখে!

তারপরো যদি মনে হয়,

নির্লজ্জের মত প্রেমিকার হাতটা ধরে রাখাটা অন্যায়! 

তবে তাই হোক, 

লজ্জার খোলসে প্রিয় মানুষটাকে সবার সামনে আঘলে রাখাটা "নির্লজ্জের" খেতাবেই দূষিত হোক।

প্রেমিকরা এই দুনিয়ার সবচেয়ে "নির্লজ্জ প্রাণী" বলেই ঘোষিত হোক।


আচ্ছা,

প্রেমিকের মন ভালো করে দিতে 

যখন কোনো প্রেমিকা -

শাড়ি পড়তে না পেরেও ভয়ে-ভয়ে শাড়ি জড়িয়ে 

প্রেমিকাকে চমকে দেয়! 

আমার তো মনে হয়-

প্রেমিকের মনে তখন যেই হরমন নিশ্বরিত হয় সেটা আর যাই হোক... নির্লজ্জপনা তো মোটেও নয়। 


বাসায় মিথ্যে বলে, সবার চোখে ফাঁকি দিয়ে

যেই প্রেমিকা তারাহুরো করে রাধতে গিয়ে হাত পুড়িয়ে

তার প্রেমিকের জন্মদিনে পছন্দের খাবার রান্না করে আনে

তার কপালের বাঁকা টিপটা সবার সামনে ঠিক করে দেওয়াটা কি অন্যায়! 


ফোনে এলার্ম থাক সত্বেও, 

যেই প্রেমিকা রোজ সকালে হাজারবার ফোন দিয়ে ঘুম ভাঙ্গিয়ে ক্লাস এটেন্ট করায়..

'তোমাকে দিয়ে কিচ্ছু হবে না' বলে যখন সবাই মন ভেঙ্গে দেবার পরও

যেই 'মেয়েটা' কাঁধে মাথা রেখে বলে-

ভয় পেয়ো না, আমরা একদিন সবাইকে ভুল প্রমাণ করে দেবো

প্রখর রোদে সেই প্রেমিকার কাঁধে হাত রেখে মাথার উপরে ছাতা ধরাটা কি অন্যায় না-কি নির্লজ্জপনা, বলতে পারেন?


যদি প্রশ্নবিদ্ধ মনে নিজেই হতবম্ব হয়ে পড়েন

তাহলে এই কবিতা আপনার জন্য নয়

আপনি বরং হিজিবিজি এই লাইনগুলো স্কিপ করে সভ্য মানুষদের কাতারে গিয়ে দাড়িয়ে পড়ুন

"প্রেমিক হওয়া" তো আর আপনার সাধ্যে নেই।

কামুখ মনে তার প্রেমিকার জন্য গন্ডি ছাড়া কামনাগুলোই সত্য 

আর প্রেমিকরা সুখি "নির্লজ্জ হওয়ার খেতাবেই"


শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। সংগ্রহ করতে ক্লিক করুন

শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। সংগ্রহ করতে ক্লিক করুন

No comments

Powered by Blogger.