Adsterra

হাঁসফাঁস অবস্থা আরও দুই দিন চলতে পারে

হাঁসফাঁস অবস্থা আরও দুই দিন চলতে পারে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। গরমে হাঁসফাঁস অবস্থা থেকে এখনই মুক্তি মিলছে না দেশবাসীর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজসহ আগামী দুই দিনেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গা বাদে সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।


গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি জেলাসহ ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। তবে আজ বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।


হিট স্ট্রোকে আরও ৩ মৃত্যু, বৃষ্টির জন্য নামাজ

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গত কয়েক দিনে দেশব্যাপী সাতজনের মৃত্যু হয়েছে। গতকালও ঢাকাসহ দেশে তিন স্থানে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকার গুলিস্তান, খুলনা, জামালপুরে ও একজন করে মারা যান।  

আবহাওয়ার এই প্রতিকূল অবস্থা থেকে মুক্তি পেতে বৃষ্টি কামনায় দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ পড়েছে মানুষ। গতকাল ঢাকায় মুসল্লিদের নিয়ে আদায় করলেন আল সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি বিশেষজ্ঞ শায়খ আহমাদুল্লাহ। সকাল ১০টায় রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে মুসল্লিদের নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। 


শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। সংগ্রহ করতে ক্লিক করুন

শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। সংগ্রহ করতে ক্লিক করুন


রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির 

প্রচণ্ড তাপদাহে আবহাওয়া ঠান্ডা রাখতে রাস্তায় নিয়মিত পানি ছিটানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জনগণের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে বলেছে কমিটি। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

No comments

Powered by Blogger.