মাত্র ১৯ কিলোমিটারের ব্যবধানে ঢাকার তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি যে কারণে
রাজধানীর অদূরে সাভার বাসস্ট্যান্ড পার হলেই রেডিও কলোনি, এরপর বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)। বিপিএটিসির সীমানাপ্রাচীর শুরু হওয়ার আগেই তাপমাত্রার একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। যারা ঢাকা থেকে নিয়মিত আরিচা রোডে যাতায়াত করেন, তাঁরা বিষয়টি টের পেয়ে থাকতে পারেন। তবে তাপমাত্রা পরিবর্তনের বিষয়টি সবচেয়ে বেশি অনুধাবন করতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সম্প্রতি একটি গবেষণায় এমন পরিবর্তনের তথ্য ও কারণ উঠে এসেছে। যদিও গবেষণাটি এখনো সম্পন্ন হয়নি। অবশ্য ২০১০ সালে একই ব্যক্তির গবেষণায় এমন তথ্য উঠে এসেছিল।
ঢাকার গুলিস্তান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় ৩১ কিলোমিটার। আর যদি গাবতলী থেকে ধরা হয়, তবে দূরত্ব ১৯ কিলোমিটারের কিছু বেশি। এটুকু দূরত্বেই গড় তাপমাত্রার ব্যবধান ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের পরিচালক অধ্যাপক শেখ তৌহিদুল ইসলামের চলমান গবেষণাকাজ ‘বায়োডাইভারসিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড কার্বন স্টক এস্টিমেশন অ্যাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’-এ এমন তথ্য উঠে এসেছে। যদিও এই গবেষকের ২০১০ সালে প্রকাশিত ‘ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ: আ ক্লোজার লুক ইনটু টেম্পারেচার অ্যান্ড রেইনফল’ নামক গবেষণায়ও ঠিক একই রকম তথ্য পাওয়া গিয়েছিল। এবার তিনি তাপমাত্রা ও কার্বন নিঃসরণ নিয়ে কাজ করছেন।
শেখ তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি চলমান গবেষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রিনহাউস গ্যাস কতটুকু নিঃসরিত হচ্ছে, তা দেখছি এখন। আমরা ক্যাম্পাসে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার এবং যানবাহনের জ্বালানি খরচের বিপরীতে আমাদের গাছপালা কী পরিমাণ কার্বন গ্রহণ করছে, তা নিয়ে কাজ করছি। আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখেছি, জাবিতে বড় গাছের সংখ্যা ২৭ হাজার। আমরা হিসাব করার চেষ্টা করছি, কী পরিমাণ কার্বন আমরা ক্যাপচার করছি।’
তিনি বলেন, ‘আমাদের ল্যান্ডসেট স্যাটেলাইট ও সার্ভার ব্যান্ড আছে। আমরা ল্যান্ডসেট স্যাটেলাইট কানেক্ট করে ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪-এ চার বছরে ১ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেড় মাসের তাপমাত্রা তুলনা করে দেখেছি। বছরের এই সময়টা তাপমাত্রা বেশি থাকে। দেখা গেছে, এ সময় জাহাঙ্গীরনগরের চেয়ে ঢাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকে। আমাদের জাহাঙ্গীরনগরের তাপমাত্রা কম থাকার কারণ, এখানকার গাছপালা, ওয়েট ল্যান্ডস (জলাভূমি), লতা ও গুল্মের সবুজ আচ্ছাদন।’
শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। সংগ্রহ করতে ক্লিক করুন
গবেষণায় দেখা গেছে, ২০২১ সালে জাহাঙ্গীরনগরের গড় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪৭ ডিগ্রি, আর ঢাকায় ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে জাবিতে ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় ৩৭ দশমিক ২৬ ডিগ্রি সেলসিয়াস, ২০২৩ সালে জাবিতে ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকায় ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি ২০২৪ সালে জাবিতে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বিপরীতে ঢাকায় পাওয়া গেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
তৌহিদুল ইসলাম বলেন, ‘যেহেতু এটি চলমান গবেষণা, তাই এখনো প্রকাশ হয়নি। তবে তাপমাত্রার সমীক্ষায় এসব তথ্য পাওয়া গেছে। আমরা এখন সেগুলো নিয়ে কাজ করব।’
কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাপমাত্রা তুলনামূলক কম থাকে, এর ব্যাখ্যায় অধ্যাপক তৌহিদুল বলেন, ‘আমাদের এখানে ৫০ শতাংশের বেশি গাছপালা এখনো আছে। যদিও গাছপালাগুলো ভালো না। আমাদের গাছপালাগুলো পরিবর্তন করতে হবে। আমাদের এই গাছগুলোর নিচে অন্য কোনো গাছ জন্ম নেয় না। বিশেষ করে এখানে যে মেহগনিগাছ আছে, তার আশপাশে তাকালে অন্য কোনো গাছ দেখা যাবে না। জাহাঙ্গীরনগরে এ গাছগুলো যখন লাগানো হয়েছে, তখন খুব ভালো পরিকল্পনা করতে পারেনি। বৃক্ষের কারণে ক্যাম্পাসে যে তাপমাত্রা কম, তা টের পাওয়া যায় আরিচা রোড দিয়ে যখন ক্যাম্পাসে আমরা প্রবেশ করি।’
ঢাকায় কেন তাপমাত্রা বেশি
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় বিগত দশ বছরের তাপমাত্রার হিসাব বলছে, ২০১৪ সালের ২৪ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে আর ৪০-এর ঘর পার না করলেও ২০২৩ ও ২০২৪ সালে টানা দুই বছর এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। ২০২৩ সালের ১৬ এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং চলতি বছরের ২০ এপ্রিল ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরোলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে।
২০২৩ সালে জাবির পরিবেশবিজ্ঞান বিভাগের একটি গবেষণায় দেখা যায়, রাজধানী ঢাকায় মাত্র ৩ শতাংশ বনভূমি রয়েছে। যদিও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দাবি, এটি ৭ শতাংশ। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বনভূমি প্রায় ৫০ শতাংশ। অন্যদিকে ঢাকায় জলাভূমি থাকার কথা ১০ দশমিক ১২ শতাংশ, কিন্তু আছে মাত্র ২ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) এক গবেষণার তথ্য বলছে, ১৯৯৫ সালে রাজধানীর ১৪৭ বর্গকিলোমিটারের কেন্দ্রীয় নগর অঞ্চলে জলাধার ও জলাভূমি ছিল ৩০ দশমিক ২৪ শতাংশ। যা ধারাবাহিকভাবে কমতে কমতে ৪ দশমিক ২৮ শতাংশে ঠেকেছে। আর সবুজ ও ফাঁকা জায়গা ৫২ দশমিক ৪৮ শতাংশ থেকে কমে বর্তমানে ২৯ দশমিক ৯৫ শতাংশে নেমেছে।
অধ্যাপক তৌহিদুল ইসলাম বলেন, গাছের আচ্ছাদন যখন থাকে, সূর্যের তাপটা তখন মাটি পর্যন্ত পৌঁছায় না। ফলে মাটি উত্তপ্ত হয় না। মাটিতে তাপ পৌঁছালে উত্তপ্ত হয়ে ওপরের স্তরের আর্দ্রতা বাষ্পীভূত হয়ে যায়। ফলে ওই এলাকায় একধরনের শুষ্ক মরুকরণ পরিস্থিতি তৈরি হয়। রাতের বেলায়ও এই তাপমাত্রা থেকে যায়। পরের দিন এসে আবার তাপ যুক্ত হয়। এভাবে তাপমাত্রার ক্রমবৃদ্ধি চলতে থাকে। এভাবে ক্রমপুঞ্জীভূত তাপমাত্রা ৫ থেকে ৭ দিনের স্কেলে ভয়াবহ গরম অবস্থা তৈরি করে।
এই গবেষক বলেন, গাছপালা থাকলে রাতের বেলা তাপমাত্রা কমে যেত। সে ক্ষেত্রে অতটা গরম অনুভব হতো না। গাছপালা নাই হয়ে যাওয়ার কারণে এখানে পরিবেশের ভারসাম্য ভেঙে পড়ছে। গাছ রাতের বেলা পাতার নিচের অংশে থাকা পত্ররন্ধ্র দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দেয়। এটিকে বলে প্রস্বেদন। এতে আর্দ্রতার একটা অবস্থা তৈরি হয়। এই অবস্থা স্থানীয় সীমিত জলবায়ুকে শান্ত রাখে, আর্দ্র রাখে এবং তাপমাত্রা ঠান্ডা রাখে। ফলে গাছ লাগানোর বিকল্প নেই।
তবে ঢাকায় যথেষ্ট পরিমাণ গাছপালা নেই বলে গরম বেশি হয় বলে জানান এই অধ্যাপক। তিনি বলেন, ‘ব্যাংককে গেলে দেখা যায়, সেখানে যে ফুটপাতগুলোতে লোহার মাচার মতো বানিয়ে বাগানবিলাস, লতাগুল্ম ও নানা ধরনের গাছ লাগানো হয়েছে। ফলে ফুটপাত দিয়ে মানুষ যখন হাঁটে, তখন খুব গরম লাগে না। আমাদের ঢাকা শহরে সিটি করপোরেশন যদি এ কাজগুলো করে, তাহলে পথচারীদের জন্য স্বস্তির জায়গা তৈরি হবে।’
No comments