Adsterra

ছয় মাস আগে স্বামীকে কিডনি দেন ববিতা, প্রাণ কেড়ে নিল ছিনতাইকারী

ছয় মাস আগে স্বামীকে কিডনি দেন ববিতা, প্রাণ কেড়ে নিল ছিনতাইকারী, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News


ছয় মাস আগে স্বামীকে বাঁচাতে একটি কিডনি দিয়েছিলেন ববিতা আক্তার (৩৭)। এরপর স্বামী মোটামুটি সুস্থই আছেন। কিন্তু তাঁকে প্রাণ দিতে হলো ছিনতাইকারীর হাতে।


ববিতা আক্তার আশুলিয়ার বাইপাইল এলাকার মণ্ডল পাড়া মহল্লার নাদিম মণ্ডলের স্ত্রী। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ ছিনতাইকারীর কবলে ববিতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। 


পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে মেয়ে নুসরাত আক্তারের (৪) আবদার রাখতে রাতের খাবার খেতে ছেলে সাজু মণ্ডলকে (১৯) সঙ্গে নিয়ে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে যান ববিতা। সেখান থেকে রাত ৯টার দিকে ছেলে–মেয়েকে নিয়ে রিকশাযোগে বাসায় ফেরার পথে পলাশবাড়ী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে তার কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ববিতা রিকশা থেকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান।



https://www.highcpmrevenuegate.com/tqt5fn5p?key=62db90a8d98f163de4bbfe0df4be07e8



মঙ্গলবার হাসপাতালে ববিতার ভাতিজা আরজু মীর (৩০) জানান, ছয় মাস আগে তাঁর ফুফু ববিতা আক্তার ফুপা নাদিম মণ্ডলকে একটি কিডনি দেন। ফুপা এখন সুস্থ আছেন।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনার পর ববিতা আক্তারের দেবর কাদের হৃদয় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলার পর ওসমান (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁর ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।

No comments

Powered by Blogger.