যেসব ক্রিকেটারদের টি২০ ক্যারিয়ারের শেষ এক ম্যাচ
ক্রিকেটে দুই
ফরমেট ওয়ান ডে ও টেস্টে তারকা ক্রিকেটার কিন্তু টি- ২০ তে ক্যারিয়ার শেষ মাত্র ১
টি ম্যাচ খেলে এমন তারকাদের মধ্যে অন্যতম ভারতে শচীন টেন্ডলকর। শচীন টেন্ডলকর বিশ্বের
প্রথম ক্রিকেটার যিনি ২০০ টি টেস্ট খেলেছেন। প্রায় ২ যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে
ফুটিয়েছেন রানের ফুলঝুরি। টেস্ট ক্রিকেটে ১৫৯২১ ও ওয়ান ডে ক্রিকেটে ১৮৪২৬ রানের
মালিক এই ব্যাটিং গ্রেড। তবে ভারতের হয়ে মাত্র একটি টি-২০ ম্যাচই খেলেছেন এই
ব্যাটসম্যান। সেই ম্যাচে ৮৩.৩৩ স্ট্রাইক রেটে ১০ রান করেছিলেন।সেটি তার প্রথম ও
শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ।
পাকিস্তানের
সর্বকালের সেরা ব্যাটস ম্যানদের একজন ইনজামাম উল হক। দেশটির সাবেক এ অধিনায়ক টেস্ট
ও ওয়ান ডে তে নিজেকে নিয়ে গিয়েছেন সেরাদের কাতারে। মিডেল ওর্ডার এর এই ব্যাটস
ম্যান ওয়ান ডে ক্রিকেটে ১১৭৩৯ রানের মালিক। টেস্ট ক্রিকেটের তার ঝুলিতে আছে ৮৮৩০
রান। তবে তিনিও টি-২০ খেলেছেন মাত্র একটি। সেখানে তিনি ১১ রান করে অপরাজিত ছিলেন। সেটি
ছিল পাকিস্তানের প্রথম টি-২০ ম্যাচ।
অস্ট্রেলিয়ার
কিংবদন্তি বলার জেসন গিলেস্পির নাম আছে এই তালিকায়। দেশটির হয়ে ৭১ টি টেস্ট ও ৯৭
টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন এই তারকা। টেস্ট ক্রিকেটে ২৫৯ উইকেট এর পাশাপাশি ওয়ান ডে
ক্রিকেটে আছে ১৪২ উইকেট। ডানহাতি এই পেস বলার তার প্রথম ও একমাত্র টি-২০ ম্যাচটি
খেলেছিলেন ইংল্যান্ডের কাছে। ২০০৫ সালে সেই ম্যাচে অলরাউন্ডার পারফর্ম করেছিলেন
তিনি। ১৮ বলে খেলেছেন ২৪ রানের ইনিংস। এছাড়া বল হাতেও এক উইকেন নিয়েছিলেন এই বলার।
তবে এর পর আর কখনো টি২০ ম্যাচ খেলেননি তিনি।
ভারতের টেস্ট
ক্রিকেটে সব চেয়ে বড় আবিষ্কার রাহুল দ্রাবিড়। তার নিখুত টেকনিকের কারণে পরিচিত হয়ে
উঠেছিলেন "দ্যা ওয়াল" নামে। ডানহাতি এই ভারতে অধিনায়কত্ব করেছেন।টেস্ট
ক্রিকেটের এই কিংবদন্তি তার প্রথম টি২০ তে জয় করেছিলেন দর্শকের হৃদয়। ব্যাট হাতে
প্রায় ১৫০ স্টাইক রেটে ৩২ রানে ইনিংস। তবে সেটি ছিল তার একমাত্র টি২০ ম্যাচ।
শাহরিয়ার
নাফিজকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বড় আক্ষেপ বলা হয়। ২৪ টেস্টে ১২৩৭ ও ৭৫
টি ওয়ান ডে ২২০১ বলা হয় তার ক্যারিয়ার আরো ভাল হতে পারতো। বাংলাদেশের হয়ে ১ টি
মাত্র টি২০ খেলেন তিনি। সেটি শুধু তারই নয় বাংলাদেশ দলের ও প্রথম টি-২০ ম্যাচ ছিল।
জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় ১৭ বল করেন ২৫ রান। এর পর তিনি নিষিদ্ধ ক্রিকেট
টুর্নামেন্ট, ইন্ডিয়ান ক্রিকেট লীগে খেলতে যান। সেখানকার নিষেধাজ্ঞা কাটালেও
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও টি-২০ তে আর ফেরা হয় নি।
No comments