Adsterra

আইপিএলে সর্বোচ্চ ডাক মারার রেকর্ড গড়লেন রোহিত

আইপিএলে সর্বোচ্চ ডাক মারার রেকর্ড গড়লেন রোহিত, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news,


সময়টা বেশ খারাপ যাচ্ছে রোহিত শর্মার। হার্দিক পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারিয়েছেন আইপিএলের শুরুতে। মাঠে দুজনের দ্বন্দ্ব নিয়েও কানাঘুষা চলছে। তবে এরই মাঝে একের পর এক হেরেই চলেছে তাঁদের দল মুম্বাই। গত রাতে ৬ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। 


এরই মাঝে লজ্জার এক রেকর্ড গড়েছেন রোহিত। আগের দুই ম্যাচে ২৬ ও ৪৩ রানের ইনিংস খেললেও আইপিএলে এখনো মুম্বাই ইন্ডিয়ানসকে জয় এনে দিতে পারেননি ভারতীয় ওপেনার। গতকাল মারলেন গোল্ডেন ডাক। ট্রেন্ট বোল্টের করা ইনিংসের পঞ্চম বলে সঞ্জু স্যামসনের তালুবন্দী হয়ে ফেরেন তিনি। 


তাতেই রোহিত ছুঁয়ে ফেলেন আইপিএলে ১৭ ডাক নিয়ে শীর্ষে থাকা তাঁরই সাবেক মুম্বাই সতীর্থ দিনেশ কার্তিককে। এ তালিকায় দুইয়ে থাকা গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মানদীপ সিং ও সুনীল নারাইন ডাক মেরেছেন সমান ১৫টি। 


মুম্বাই আগের দুই ম্যাচ খেলেছিল আহমেদাবাদ ও হায়দরাবাদে। গত রাতে খেলেছেন ঘরের মাঠ ‘আইকনিক’ ওয়াংখেড়েতে। কিন্তু নিজের মাঠেই রোহিত ডাক মারার রেকর্ড গড়ে বসলেন। মুম্বাইকে শুরুতে চাপে ফেলে দেন বোল্ট। ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে রোহিত ও নামার ধীরকে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তোলেন কিউই পেসার। নিজের পরের ওভারে বোল্টের সেই স্বপ্ন ভেঙে দেন ওপেনার ইশান কিষান। তবে পরের বলে স্ট্রাইকে আসা ডেওয়াল্ড ব্রেভিসকেও ফিরিয়ে তিনি মুম্বাইয়ের স্কোরটা করেন—৩/১৪! রোহিত, নামান ও ব্রেভিস—তিনজনই ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে।


No comments

Powered by Blogger.