Adsterra

ঢাকা-আরিচা মহাসড়কে ৫ গাড়িতে আগুন : ৫ কিলোমিটার যানজট

ঢাকা-আরিচা মহাসড়কে ৫ গাড়িতে আগুন ৫ কিলোমিটার যানজট, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news,

ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় তেলের ট্যাংক উলটে ৫টি গাড়ি পুড়ে যাওয়ার ঘটনায়  সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ঢাকামুখী ও আরিচামুখী লেনে মোট প্রায় পাঁচ কিলোমিটার যানজট চোখে পড়েছে। 


আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ গাড়ির সারি। ঢাকামুখী লেনে সাভার ব্যাংক টাউন ব্রিজ থেকে জোড়পুল পর্যন্ত দুই কিলোমিটার ও আরিচামুখী লেনে জোড়পুল থেকে বলিয়ারপুর পর্যন্ত তিন কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়েছে। 


এর আগে ভোর আনুমানিক ৫টার দিকে জোড়পুল এলাকায় তেলের ট্যাংক উল্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিস এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। এ সময়ের মধ্যে সড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। 


তেলবাহী ট্রাক থেকে ছড়িয়ে পড়া আগুনে একটি তরমুজবোঝাই ট্রাক, একটি সিমেন্টবোঝাই ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন ও গুরুতর দগ্ধ হন আরও তিনজন। 


সাভার হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। 


ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৪-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উলটে যায় তেলবাহী ট্রাক, পরে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গাড়িতেও। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। একজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দগ্ধ তিনজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।


আলাউদ্দিন আরও বলেন, ‘তেলের গাড়ি ছাড়া বাকি গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তেলের গাড়িতে এখনো কিছু তেল থাকায় আমরা এটি পড়ে সরাব। আগে রাস্তা একটু ক্লিয়ার হোক।’

No comments

Powered by Blogger.