Adsterra

প্রিয় নীলা, আমাদের যেদিন প্রথম দেখা হবে

প্রিয় নীলা, আমাদের যেদিন প্রথম দেখা হবে, bangla poem collection, bangla poem about birthday, haka Voice, Today Trending News, Today Viral New


প্রিয় নীলা,

আমাদের যেদিন প্রথম দেখা হবে;

সেদিন কাক-ডাকা ভোরে ঘুম থেকে উঠে তোমার কাছে আসার প্রস্তুতি নেবো।

কি নেবো,কি নেবো না;এতোকিছু বার বার ভেবেও সকালে নাস্তা না খেয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ার সময় ভুলে কিছু জিনিস বাসাতেই ফেলে আসবো।

তারপর ধরো অফিস শেষে যখন তোমার জন্য দাঁড়িয়ে থাকবো;তখন আমার শরীরে থাকবেনা কোনো পারফিউমের ঘ্রাণ;গণপরিবহনে মানুষের চাপে ভর্তা হয়ে ঘেমে রীতিমতো গোসল হয়ে গেছে যে।

আমার বিশ্বাস,তুমি আমার এই ঘর্মাক্ত অবস্থাতেই এসে আমায় জড়িয়ে ধরবে।আমিও কুন্ঠিতবোধ না করে আমার নীলাকে জড়িয়ে ধরে একাকার হয়ে যাবো।

তোমায় অনেকক্ষণ জড়িয়ে ধরার পর তোমার কাঁধে হাত রেখে হাটবো;আমার বিশ্বাস আমার বুকে তোমার জন্য যত অনুভূতি আছে,তারা সবাই তা-ই কেবল স্পন্দনের মাধ্যমে জানান দেবে তোমাকে;বুকে মাথা রেখো।

তারপর পার্কের যে পাশটায় মানুষ বেশি যায় তারই কোনো এক কিনারায় তুমি আর আমি বসবো।গল্প বলায় তোমার যেমন কোনো জুড়িমেলা ভার নেই;আমারোও তেমনই!

তোমাকে বাদাম ছিলে দিয়ে খাওয়ানোর সময় যখন ভালোবাসা বিক্রেতা আসবে;ওর কাছ থেকে বেশ কিছু ফুল কিনে রাখবো।

শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। সংগ্রহ করতে ক্লিক করুন

শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। সংগ্রহ করতে ক্লিক করুন


মুখোমুখি চেয়ে তোমায় দেখবো অনেকক্ষণ;মাঝে মাঝেই তোমার গাল স্পর্শ করে একটু-আধটু দুষ্টুমি করবো।তোমার উড়ু উড়ু চুল গুলো উড়ে আসলে,তাদের আলতো করে ছুঁয়ে সরিয়ে দেবো।

সন্ধ্যার আলোয় যখন তুমি প্রেমের দেবী আফ্রোদিতি হয়ে দেখা দেবে;তখন আমি গানের দেবতা এপোলো হয়ে তোমায় গান শোনাবো।

ভালোবাসা এভাবেই রোজ রঙধনুতে রঙ মাখে।

দু-একটা চুমুর খবর তুমিও গোপন রেখো; কে না রাখে?


ইতি,

তোমার ভবঘুরে প্রেমিক


লেখা : সায়হাম শান্ত

No comments

Powered by Blogger.