Adsterra

আমার একটা তুমি লাগে || সুমাইয়া রিমি

আমার একটা তুমি লাগে, bangla poem collection, bangla poem about birthday, haka Voice, Today Trending News, Today Viral New, সুমাইয়া রিমি

আমার একটা তুমি লাগে

- সুমাইয়া রিমি

আকাশ আমার ভালো লাগে।
জমাট বাঁধা কষ্ট গুলো,
বৃষ্টি হয়ে ঝড়ে যখন,
আমার তখন দারুণ লাগে।

রাত্রি আমার ভালো লাগে।
বিষাদ নিয়ে হাতের মুঠোয়,
তোমার কথা ভাবায় যখন,
আমার সাথে একলা জাগে,
আমার তখন অবাক লাগে।

স্বপ্ন আমার ভালো লাগে।
গভীর রাতে ঘুমের ঘোরে,
হঠাৎ তোমার দেখা পেলে,
তোমায় ছোঁয়ার সাধ জাগে,
আমার তখন দারুণ লাগে।

গল্প আমার ভালো লাগে।
তোমার দেওয়া কষ্ট যখন,
যত্ন করে ভাবতে শেখায়,
বলতে শেখায় সবার আগে,
আমার তখন অবাক লাগে।



আধার আমার ভালো লাগে।
ঘুম পুড়িয়ে, ছাই জমিয়ে,
তোমার ছবি আঁকি যখন,
একা একা রাত্রি জেগে,
আমার তখন দারুণ লাগে।

জোৎস্না আমার ভালো লাগে।
স্নিগ্ধ আলো বিলিয়ে দিতে,
চাঁদটা যখন আমায় ডাকে,
একলা আমি ভাবি তখন,
জোৎস্না বিলাস করতে গেলেও,
আমার একটা তুমি লাগে।

No comments

Powered by Blogger.