Adsterra

পরমব্রত-পিয়ার জীবনে এল নতুন অতিথি

পরমব্রত-পিয়ার জীবনে এল নতুন অতিথি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News

বিয়ের পর থেকেই পিয়া চক্রবর্তীকে নিয়ে চর্চা কম নেই। টলিউড অভিনেতা পরমব্রতর সঙ্গে বিয়ের পর থেকেই একের পর এক কটাক্ষ-সমালোচনার মুখে পড়েছেন তিনি। সোশ্যালে বেশ সরব পিয়া। তার এক পোস্টে জানা গেল, তার জীবনে নাকি নতুন এক প্রাণ এসেছে! এখন তাকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তাহলে কি মা হলেন পিয়া ?


সেই অতিথির ছবি পোস্ট করে সোশ্যালে তিনি লিখেন, আমি আনন্দের সঙ্গেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছি। কারণ এই ছোট্ট প্রাণটি আমার জীবন কেড়ে নিয়েছে। যাকে আমি গত সপ্তাহে আমার অফিস চত্ত্বর থেকে পেয়েছি। এত্ত নরম, উষ্ণ এবং গায়ে প্রচুর লোম।


পিয়ার শেয়ার করা সেই ছবিগুলিতে দেখা গেছে তার বুকের ওপর শুয়ে রয়েছে ছোট্ট বিড়াল। যাকে নিয়ে পরম-পত্নী ভীষণ ব্যস্ত। কিছুদিন আগে এই বিড়ালটিকে নিয়ে পোস্ট করেছিলেন তবে জানাননি এটাকে কোথা থেকে তিনি নিয়ে এসেছেন। পিয়ার বুকের ওপরেই বিড়াল ছানাটিকে শুয়ে থাকতে দেখা গেছে। 


শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। সংগ্রহ করতে ক্লিক করুন

শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস "মানুষ" - ভিন্ন চোখে মানুষের গল্প। সংগ্রহ করতে ক্লিক করুন


প্রসঙ্গত, কিছুদিন আগে সোশ্যালে এই চারপেয়ের ছবি পোস্ট করে পিয়া তাকে দত্তক নেওয়ারও আর্জি জানিয়েছিলেন। তবে সেই পোস্টে সাড়া না মেলায় আপাতত নিজের কাছেই তাকে রেখেছেন পিয়া। তবে তিনি নিজেই বিড়ালটিকে ভবিষ্যতে দত্তক নিতে পারেন বলে জানিয়েছেন।


গত বছর নভেম্বরে পরম-পিয়ার বিয়ের পর থেকে ট্রল-সমালোচনা শুরু হলেও পিয়ার প্রাক্তন অনুপমের বিয়ের পর সেই ট্রল-কটাক্ষ বন্ধ হয়ে যায়। এখন পরমের সঙ্গে চুটিয়ে সংসার করছেন পিয়া। আপাতত পরম, পিয়া ও তাদের দুই পোষ্যকে নিয়ে সুখের সংসার। 

No comments

Powered by Blogger.