Adsterra

যৌন হয়রানির অভিযোগ : ঢাবির এক শিক্ষকের নিয়োগ স্থগিত

যৌন হয়রানির অভিযোগ : ঢাবির এক শিক্ষকের নিয়োগ স্থগিত, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক পদে নিয়োগের জন্য মনোনীত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাজু সাহার বিরুদ্ধে একই বিভাগের সাবেক এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় তাঁর নিয়োগ স্থগিত করেছে ইনিস্টিউটটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বোর্ড অব গভর্ন্যান্স।


বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। 


আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে উপাচার্য লাউঞ্জে বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 


এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে হওয়া নিয়োগ বোর্ড সাজু সাহাসহ চারজনকে নিয়োগের জন্য মনোনীত করে।


আজ বিকেলে অনুষ্ঠিত হওয়া বোর্ড অব গভর্ন্যান্সে সেটি অনুমোদন হওয়ার কথা থাকলেও যৌন হয়রানির অভিযোগে সেটি স্থগিত করা হয়। 


ঢাবির দুই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও গবেষণা চুরির অভিযোগ তদন্তে কমিটিঢাবির দুই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও গবেষণা চুরির অভিযোগ তদন্তে কমিটি

সিলেকশন বোর্ডের প্রধান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগের বিষয়টি বোর্ড অব গভর্ন্যান্সে উঠছিল। কিন্তু সেটি চূড়ান্ত করা হয়নি। সার্বিক বিষয় ও অভিযোগ রিভিউ করার জন্য সিলেকশন বোর্ডে পাঠানো হয়েছে।’ 


এদিকে—  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। লিখিত অভিযোগে শিক্ষার্থী উল্লেখ করেন—   কাউন্সেলিং করানোর নামে উনি আমার গায়ে হাত দিয়েছেন, হুক-আপ (যৌন আনন্দ উপভোগ) করার প্রস্তাব দিয়েছেন। মানসিক ট্রমায় এক সেমিস্টার নিয়মিত ক্লাস করতে পারিনি। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইরুজ অবন্তিকার ঘটনার পর এগুলো সামনে আনার সাহস পেয়েছে বলে জানান ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

No comments

Powered by Blogger.