Adsterra

সুবর্ণার স্বামী সৌদের সঙ্গে কি আসলেই প্রেম করছেন নীলা ?

সুবর্ণার স্বামী সৌদের সঙ্গে কি আসলেই প্রেম করছেন নীলা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News

বেশ কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল, গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার স্বামী বদরুল আনাম সৌদ ও অভিনেত্রী নীলাঞ্জনা নীলা প্রেম করছেন। যদিও বিনোদন জগতে প্রেম-বিরহ, বিচ্ছেদ নিত্যদিনের ঘটনা হিসেবেই জানেন সবাই। এখন আর এটাকে সেভাবেই কেউ গুরুত্ব দেন না। কিন্তু মানুষটা যখন সুবর্ণা মুস্তাফার স্বামী তখন স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে ভক্ত ও গণমাধ্যম।


আসলেই কি তাদের মধ্যে কিছু চলছে ?

এদিকে আগামীকাল মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদের নতুন ছবি ‘শ্যামাকাব্য’। যে ছবির নায়িকা হিসেবে আছেন এই নীলা। অনেকের ধারণা একসঙ্গে সিনেমা করতে গিয়েই তাদের এই প্রেমের সূত্রপাত। যদিও পুরো বিষয়টি একটা গুঞ্জন হিসেবে উড়িয়ে দিয়েছেন দুজনই।


বলে রাখা ভালো, বড় পর্দায় নীলাঞ্জনা নীলার অভিষেক হয় বদরুল আনাম সৌদের হাত ধরেই। সৌদের সিনেমা ‘গহীন বালুচর’ এ প্রথম পর্দার সামনে আসেন নীলা। এবার একই নির্মাতার সঙ্গেই ‘শ্যামাকাব্য’ দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। কিন্তু এর মাঝেই গুঞ্জন উঠেছে নির্মাতা সৌদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নীলা।


শোনা যাচ্ছে, গোপনে নাকি জমে উঠেছে তাদের প্রেমের রসায়ন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নীলা। নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন নাকি স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।


ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে।   বই সম্পর্কে জানতে ক্লিক করুন

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে। 

বই সম্পর্কে জানতে ক্লিক করুন 



সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমে নীলা বলেন, ‘তার সঙ্গে বড় পর্দায় আগেও কাজ করেছি। তার পুরো টিমের সঙ্গেই আমার পারিবারিক একটা সম্পর্ক। তিনি ভীষণ পছন্দের একজন ডিরেক্টর আমার। খুব ভালো করে বোঝাতে পারেন।’ তবে প্রেমের প্রসঙ্গে নীলা বলেন, ‘এ রকম কথা কখনোই শুনিনি। এটা কোথা থেকে এলো! এটা পুরোই ফালতু একটি কথা।’


প্রেমের বিষয়টি স্রেফ গুঞ্জন পুরো জানিয়ে নীলা বলেন, ‘এটাকে পুরোই হাস্যকর লাগল আমার কাছে। আমি জানি না এটা কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে? এটা জাস্ট একটা ফালতু কথা। কেন এ ধরনের কথা উঠল আমি নিজেও জানি না। এটা কিভাবে সম্ভব!’


এদিকে আগামী ৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলা অভিনীত ‘শ্যামাকাব্য’ সিনেমা। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামাকাব্য’ পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সৌদ।


No comments

Powered by Blogger.