Adsterra

বঙ্গোপসাগরে এমভি আবদুল্লাহ, কুতুবদিয়ায় ভিড়বে সোমবার সন্ধ্যায়

বঙ্গোপসাগরে এমভি আবদুল্লাহ, কুতুবদিয়ায় ভিড়বে সোমবার সন্ধ্যায়, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। জাহাজটি আগামী সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে ভিড়বে বলে জানিয়েছে জাহাজটির মালিকপক্ষ এসআর শিপিং। সেখানে দুদিন পণ্য খালাসের পর চট্টগ্রামের বহির্নোঙরে ভেড়ার কথা রয়েছে। এরপর বাকি পণ্য খালাস করা হবে। জাহাজটিতে ৫৫ হাজার টন চুনাপাথর রয়েছে। 


আজ শনিবার সকালে জাহাজটি বঙ্গোপসাগরে ভারতের জলসীমায় পৌঁছায়। জাহাজটিতে থাকা নাবিক মো. নুরুদ্দিন এ তথ্য জানিয়েছেন। 


কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম বলেন, আগামী সোমবার রাতে এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে পৌঁছানোর কথা রয়েছে। এরপর জাহাজের ২৩ নাবিককে তিরে নিয়ে আসা হবে। 


এর আগে জাহাজটির চিফ অফিসার মো. আতিক উল্লাহ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সব ঠিক থাকলে ইনশা আল্লাহ ১৩-১৪ মে চট্টগ্রাম পৌঁছাব আমরা (২৩ নাবিক)।’ 


জাহাজে থাকা ২৩ নাবিক হলেন এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিকুল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিশিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ এবং ক্রু মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, মো. নাজমুল হক, আইনুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, মো. আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, মো. সালেহ আহমদ, মো. শরিফুল ইসলাম ও মো. নুরুদ্দিন। 


ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে।   বই সম্পর্কে জানতে ক্লিক করুন

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে। 

বই সম্পর্কে জানতে ক্লিক করুন 


প্রসঙ্গত, গত ১২ মার্চ বেলা দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। অপহরণের দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পান এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ উড়োজাহাজের মাধ্যমে। এ উড়োজাহাজ থেকে দস্যুদের নির্ধারিত স্থানে ডলার ভর্তি তিনটি ব্যাগ ফেলা হয়। মুক্তির পর জাহাজটি ২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টা নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। 


গত ২৯ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আরেক বন্দর মিনা সাকারা থেকে চুনাপাথর নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয় এমভি আবদুল্লাহ। এ অবস্থায় এসআর শিপিং কোম্পানির জাহাজটি ১৩ মে কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে আসবে বলে জানিয়েছেন জাহাজে থাকা নাবিকেরা।

No comments

Powered by Blogger.