Adsterra

হার না মানা এক অভির গল্প

হার না মানা এক অভির গল্প, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News


সময়টা ২০১৭ সাল। ২৫ জানুয়ারি। যশোরের চৌগাছা উপজেলা থেকে শিক্ষাসফরের বাস যাচ্ছিল স্বপ্নপুরী। অভির তখন ক্লাস ফাইভে পড়ে। অভির বাবা সেই স্কুলের শিক্ষক হওয়াতে অভিও তার বাবার সাথে পিকনিকে যায়। সন্ধ্যার পর বাস রওনা দেবার কিছুক্ষণ পর তাদের পিকনিকের বাসটি দুর্ঘটনাকবলিত হয়। বেশ কয়েকজন মারা যায়। সেই মৃত্যুর মিছিলে অভির বাবাও ছিল। ভাগ্যক্রমে অভি বেঁচে গেলেও সে তার একটা পা হারায়। দীর্ঘসময় নিয়ে মোট ১৩ টা অপারেশনে রক্ত লাগে প্রায় ২০ ব্যাগ। অভি দমে যায়নি। মা,  বড় দুইবোন আর পরিবারের অন্যদের দোয়া, চেষ্টায় অভি সুস্থ হয়। তারপর শুরু হয় তার আরেক যুদ্ধ। চঞ্চল ছেলেটা বন্দি হয় হুইল চেয়ারে। আস্তে আস্তে সেটাকেই সঙ্গী করে নিতে বাধ্য হয়।

হার না মানা এক অভির গল্প, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News

২০১৮ সালে  হুইল চেয়ারে বসে বন্ধুদের সাথে অভি


আজ অভির এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তানভীর আহমেদ অভি নৌবাহিনী কলেজ ঢাকা থেকে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে।

খুব ছোট আর সহজ করে বলা অভির এই গল্পের মত অভির জীবন, সময়টা সহজ ছিল না মোটেও। পরিবারের অনেক পরিশ্রম, ত্যাগ, অভির চেষ্টা অভিকে এতদূর এনেছে। অভি আরো অনেক দূর যেতে চায়। 

হার না মানা এক অভির গল্প, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News

কলেজের অনুষ্ঠানে হুইল চেয়ারে বসে গান গাইছে অভি


অভি থেমে যায় নি, বাবা, নিজের পা, সোনালি শৈশব, সব হারিয়ে অভি তার মেধাতে নিজেকে প্রমাণ করতে পেরেছে। সে প্রমাণ করতে পেরেছে মানুষের ইচ্ছাশক্তি থাকলে তাকে কেউ দাবায়ে রাখতে পারে না। তার উদাহরণ অভি নিজে।

No comments

Powered by Blogger.