Adsterra

মধুচন্দ্রিমায় কোথায় গেলেন অনুপম

মধুচন্দ্রিমায় কোথায় গেলেন অনুপম, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News


অনুপম ও প্রস্মিতার আলাপ-পরিচয় বহু বছরের। যদিও এত দিন ছিল কেবলই পেশাগত আলাপ। তার পর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। অবশেষে গত মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন তারা।


মার্চ মাসে বিয়ে হয় গায়ক অনুপম রায় ও গায়িকা প্রস্মিতা পালের। যদিও বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়ার সময় পাননি তারা । কারণ দুজনেই ব্যস্ত। অনুপম মাঝে একটা সময় ঢাকায় ছিলেন। প্রস্মিতার চাকরি স্টেজ শো সব কিছুই চলছিল সমানতালে। এবার খানিক অবসর মিলতেই বেরিয়ে পড়লেন তারা। দেশের মধ্যে কোথাও না গিয়ে বরং মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক দেশে গেলেন তারা।


অনুপম তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় স্ত্রী প্রস্মিতার সঙ্গে তুরস্ক থেকে ছবি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘তারকিশ হলিডে।’’


ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে।   বই সম্পর্কে জানতে ক্লিক করুন

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে। 

বই সম্পর্কে জানতে ক্লিক করুন 


রংমিলান্তি করে পোশাক পরেন দুজনে। হলুদ স্কার্ট, কালো টপ, চোখে রোদচশমা প্রস্মিতার। অন্যদিকে হলুদ টি-শার্ট ও জিন্স পরেছিলেন গায়ক।


অনুপম ও প্রস্মিতার আলাপ-পরিচয় বহু বছরের। যদিও এত দিন ছিল কেবলই পেশাগত আলাপ। তার পর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। অবশেষে গত মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন তারা।


২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তার পর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তার পর থেকে সমাজমাধ্যমে শুরু হয় ট্রলিং। যদিও সেই সময় গায়ককে সমবেদনা জানিয়েছেন নেটাপাড়ার একটা বড় অংশ।


তবে অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে শুরু হয় একই ঘটনা। যদিও গায়ক কিংবা তার স্ত্রী প্রস্মিতা কোনো ধরনের নেতিবাচক মন্তব্যে কান দেননি। বরং নিজেদের মতো জীবনকে গুছিয়ে নিতে ব্যস্ত তারা। আনন্দবাজার পত্রিকা

No comments

Powered by Blogger.