হোটেলে চেক-আউট সময় বেলা ১২টা কেন হয় জানেন?
হোটেলে যেকোনো সময় চেক-ইন করা গেলেও, চেক-আউটের সবসময় বেলা ১২টায়। কিন্তু কেন? এমন প্রশ্ন নিশ্চয় অনেকের মনেই আসে। তাহলে চলুন এই প্রশ্নের উত্তরটা জেনে নেওয়া যাক। এটা জানলে শুধু আপনারই লাভ হবে না, হোটেলেরও সুবিধা হবে।
ঝামেলা এড়াতে এখন বেশিরভাগ পর্যটকই অনলাইনে হোটেল বুক করে নেন। আর বুকিংয়ের সময় একটা জিনিস নিশ্চয় খেয়াল করেছেন, যে হোটেলে যেকোনো সময়ে চেক-ইন করা গেলেও চেক-আউটের একটি নির্দিষ্ট সময় থাকে। মোটামুটি প্রায় সব হোটেলের চেক আউটের সময় থাকবে বেলা ১২টা। কিন্তু কেন? জানেন? এর পেছনে হোটেলগুলোর কিছু যুক্তি রয়েছে। সেগুলো জেনে নেয়া যাক।
হোটেলের রুম পরিষ্কার করার সুবিধা
হোটেলে চেক-আউটের সময় বেলা ১২টায় রাখার অন্যতম কারণ রুম পরিষ্কার করা। একজন গেস্ট চলে গেলে হোটেলকর্মীরা পরের অতিথির জন্য দ্রুত প্রস্তুত করেন। রুম পরিষ্কার করা মানে বিছানার চাদর পরিবর্তন, টয়লেটের প্রসাধনী পরিবর্তনসহ একাধিক কাজ। গ্রাহক দেরিতে গেলে পরিস্কার করতে অসুবিধা হয়।
অতিথিদের জন্য বাড়তি সময়
ছুটি কাটাতে গিয়ে লোকে হোটেলে ওঠেন। তাই ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করার মুড কারোরই থাকে না। তাঁদের কথা মাথায রেখেই হোটেলে চেক-আউট সময় সকাল ৮ বা ৯ টার পরিবর্তে বেলা ১২টা করা হয়। এতে গ্রাহক ঘুম থেকে উঠে তৈরি হওয়ার জন্য অনেকটা সময় পান।
সীমিত কর্মী সংখ্যার মধ্যেই কাজ সম্পূর্ণ করা
বেশিরভাগ হোটেলে চেকআউটের সময় বেলা ১২টা হওয়ার কারণ, সবকিছু দ্রুত পরিচালনা করা। সময়ের মধ্যে সবকিছু শেষ করতে হলে অতিরিক্ত হোটেল কর্মী প্রয়োজন। কিন্তু হাতে কিছুটা সময় থাকলে কম কর্মী দিয়েই সমস্ত কাজ করিয়ে নেওয়া যাবে। অতিরিক্ত কর্মচারী নিয়োগের প্রশ্ন নেই। ফলে হোটেলের বাজেট কিছুটা বাঁচবে।
হোটেল কর্মীদেরও সুবিধা হয়
একটি নির্দিষ্ট চেকআউটের সময় থাকলে হোটেল পরিচালনা করা সহজ হয়। আর নতুন অতিথিদের চেক-ইন সময়টাও গুছিয়ে নেওয়া যায়। তাহলে আগত অতিথিদের জন্য সময়মতো রুম প্রস্তুত করে দেওয়া যায়। হাউসকিপিং এবং অন্যান্য পরিষেবাগুলির জন্য সঠিকভাবে পরিচালনা করার সুবিধা হয়।
No comments