Adsterra

হামলার হুমকি টি-টোয়েন্টি বিশ্বকাপে

হামলার হুমকি টি-টোয়েন্টি বিশ্বকাপে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এরই মধ্যে শোনা গেল ভীতিকর এক খবর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপে হামলার হুমকি পাওয়া গেছে। তবে সেই হামলার হুমকি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।


ক্যারিবীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে কাজ করা ‘ক্যারিকম ইমপ্যাকস’ পেয়েছে এই হামলার তথ্য। ত্রিনিদাদের ‘ডেইলি এক্সপ্রেস’ নামে এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানা গেছে, প্রো-ইসলামিক স্টেট (দায়েশ) নাসির পাকিস্তান নামের গ্রুপের মাধ্যমে বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে। নাসির-ই-পাকিস্তান ইসলামিক স্টেট গ্রুপের বার্তাবাহক হিসেবে কাজ করছে। দ্বীপ রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিইথ রাওলির উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ক্যারিকম ও নিরাপত্তা-সংশ্লিষ্ট এজেন্সি বিশ্বকাপে হুমকি মোকাবিলায় কাজ করছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরও জানা গেছে, আইসিসি ইভেন্টে বার্বাডোজ আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য হামলার বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছেন।


ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে।   বই সম্পর্কে জানতে ক্লিক করুন

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে। 

বই সম্পর্কে জানতে ক্লিক করুন 


নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার হুমকির বিষয়ে জিজ্ঞেস করা হলে সিডব্লিউআই প্রধান নির্বাহী জনি গ্রেভস জানিয়েছেন, টুর্নামেন্টটি শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা তাঁরা করবেন। ক্রিকবাজকে গতকাল সন্ধ্যায় সিডব্লুআই প্রধান নির্বাহী বলেন, ‘আয়োজক দেশ ও শহরের কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি এবং ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছি। ইভেন্টে ঝুঁকিপূর্ণ ঘটনা যেন না ঘটে, সে জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করছি। সবাইকে নিশ্চিত করতে চাই যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। শক্তিশালী নিরাপত্তার পরিকল্পনা আমরা করছি।’


১ থেকে ২৯ জুন পর্যন্ত চলবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০ দল। ৫৫ ম্যাচের মধ্যে ১৬ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে ও ৩৯ ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। বার্বাডোজ, গায়ানা, অ্যান্টিগা, ত্রিনিদাদ, সেন্ট লুসিয়া ও সেন্ট ভিনসেন্ট—ক্যারিবীয় অঞ্চলের ছয় দেশে হবে ওয়েস্ট ইন্ডিজে নির্ধারিত ৩৯ ম্যাচ। ফাইনাল হবে বার্বাডোজে।

No comments

Powered by Blogger.