Adsterra

প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হওয়ায় বৈধতা হারিয়েছেন জেলনস্কি : পুতিন

প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হওয়ায় বৈধতা হারিয়েছেন জেলনস্কি,  পুতিন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News,

null

প্রেসিডেন্ট পদে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তার  আর বৈধতা নেই। এ পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনায় বসলে বিষয়টি আইনি বাধা তৈরি করবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলারুশ সফরের সময় এক টেলিভিশন সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। খবর রয়টার্স।


তিন বছর চলমান ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের। পাশাপাশি তিন বছর ধরে ইউক্রেনে জারি আছে সামরিক আইন। চলতি সপ্তাহে প্রেসিডেন্টের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছেন জেলেনস্কি। কিন্তু যুদ্ধরত ইউক্রেনে সামরিক আইন বহাল থাকায় এখনই নতুন নির্বাচন আয়োজন করা হচ্ছে না।


আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর এবং ইউক্রেনে যুদ্ধ থামাতে রাজি আছেন প্রেসিডেন্ট পুতিন। কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা প্রতিক্রিয়া না দেখালে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয়ী পুতিন।


এর পরপরই জেলেনস্কির প্রেসিডেন্ট পদের মেয়াদ নিয়ে কথা বললেন রুশ প্রেসিডেন্ট। বেলারুশ সফরকালে টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, জেলেনস্কির পদমর্যাদা নিয়ে সমস্যা আছে।



পুতিন আরও বলেন, ‘তিনি কার সাথে আলোচনা করবেন? এটি একটি নিষ্ক্রিয় প্রশ্ন। অবশ্যই আমরা বুঝতে পারি যে ইতিমধ্যে ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপ্রধানের বৈধতা শেষ হয়ে গেছে।"


ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে।   বই সম্পর্কে জানতে ক্লিক করুন

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে। 

তবে যুদ্ধ চলাকালে জেলেনস্কির প্রেসিডেন্ট পদের বৈধতা নিয়ে ওঠা যেকোনো আপত্তি খারিজ করে দিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।


চলতি সপ্তাহে ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচুক বলেন, ‘যারা রাষ্ট্রপতির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তারা "ইউক্রেনের শত্রু" এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।‘


 

No comments

Powered by Blogger.