Adsterra

যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাইনি, হারের ব্যাখ্যায় সাকিব

যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাইনি, হারের ব্যাখ্যায় সাকিব, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News

যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সিরিজেই অঘটনের শিকার বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের মতে, তাঁরা যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি। 


টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। সিরিজ শেষে বাংলাদেশ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ঠিকই। কিন্তু চলতি সিরিজটা আন্তর্জাতিক সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের কাছে এটিই শেষ সুযোগ। হিউস্টনে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ৬ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব যুক্তরাষ্ট্রে অনুশীলনের ব্যবস্থা নিয়ে কথা বলেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি, তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধা আরও বেশি থাকা দরকার ছিল। এগুলোর কোনোটিই আমরা পাইনি।’ 


ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে।   বই সম্পর্কে জানতে ক্লিক করুন

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই কিনুন রকমারি থেকে। 

বই সম্পর্কে জানতে ক্লিক করুন 


অনুশীলনের যতটুকু সুযোগ বাংলাদেশ পেয়েছে, সেটাও কাজে লাগাতে না পারা নিজেদের ব্যর্থতা মনে করেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘আমার ধারণা, নেট সেশন এক দিন ঠিকমতো হয়েছে। তা-ও হয়তো ব্যাটাররা যতটুকু ব্যাটিং করা দরকার ছিল, ততটুকু করতে পারিনি। এক দিন ছিল ঐচ্ছিক, ব্যাটাররা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই দায় দিতে পারেন। যেদিন সুযোগ ছিল, সেদিন ব্যাটাররা কেন ব্যাটিং করল না। আবার বলতে পারেন, যেহেতু এটা প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে নিয়েছিলাম, কেন সুযোগগুলো নিতে পারলাম না। তাই দুই দিকেরই ব্যর্থতা আছে।’ 


হিউস্টনে ১৭ মে বাংলাদেশ সময় ভোরে পৌঁছান সাকিব-নাজমুল হোসেন শান্তরা। পৌঁছেই ঝড়ের কবলে পড়েন তাঁরা। বৃষ্টিতে ভেন্যুই লন্ডভন্ডে হয়ে যায়। সে কারণে অনুশীলন বাধাপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন সাকিব। ধবলধোলাই এড়াতে আগামীকাল নামার আগেও সম্ভবত কোনো অনুশীলন নেই সংবাদ সম্মেলনে জানা গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘বৃষ্টির জন্য এক দিন পারিনি। আপনি দেখুন, এখানে চারটা মাঠ আছে। আমরা ৩টা পিচে অনুশীলন করার সুযোগ পেয়েছি কেবল এক দিন। আমার কাছে সেটা আদর্শ মনে হয় না।’


No comments

Powered by Blogger.