Adsterra

সুরা ফাতিহা বাংলা উচ্চারণ, বিষয়বস্তু ও নাজিলের কারণ

ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla mews,  সুরা ফাতিহা বাংলা উচ্চারণ, বিষয়বস্তু ও নাজিলের কারণ


ফাতিহা শব্দটি আরবি "ফাতহুন" শব্দজাত যার অর্থ "উন্মুক্তকরণ"। এ সুরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোন বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে 'ফাতিহা' বলা হয়। অন্য কথায় বলা যায়, এ শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে।


এই সূরাটির অন্য কয়েকটি নাম রয়েছে। যেমন- ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সুরাতুল-হামদ, সুরাতুস-সালাত, আস্‌-সাব্‌'য়ুল মাসানী এবং সুরাতুস শেফা।


নাজিল হওয়ার সময়-কাল :


এটি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত লাভের একেবারেই প্রথম যুগের সূরা। বরং হাদিসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায়, এটিই মুহাম্মাদের (সা.) ওপর নাযিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাজিল হয়েছিল। সেগুলো সূরা 'আলাক্ব', 'মুয্‌যাম্‌মিল' ও 'মুদ্‌দাস্‌সির' ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে।


বিষয়বস্তু :

আসলে এ সুরাটি হচ্ছে একটি দোয়া। যে কোন ব্যক্তি এ গ্রন্থটি পড়তে শুরু করলে আল্লাহ প্রথমে তাকে এ দোয়াটি শিখিয়ে দেন। গ্রন্থের শুরুতে এর স্থান দেয়ার অর্থই হচ্ছে এই যে, যদি যথার্থই এ গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও, তাহলে নিখিল বিশ্ব-জাহানের মালিক আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো।


কোথায় নাজিল হয়েছে :

অধিকাংশ আলেমের মতানুযায়ী, সূরা ফাতিহা মাক্কী সূরা । নামাজ মক্কায় ফরজ হয়েছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। বরং কোন কোন আলেমের অভিমত হচ্ছে সূরা ফাতিহা সর্বপ্রথম নাযিলকৃত। তবে এমন অভিমত দুর্বল


সুরার বাংলা উচ্চারণ ও অর্থ :

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রাহি-ম।


অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ


উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আল আমি-ন।


অনুবাদ : যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।


الرَّحْمَٰنِ الرَّحِيمِ


উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।


অনুবাদ : যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।


مَالِكِ يَوْمِ الدِّينِ


উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন।


অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।


إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ


উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন


অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি।


اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ


উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম


অনুবাদ : আমাদের সরল পথ দেখাও।


صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ


উচ্চারণ : সিরাতা’ল্লা জি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।


অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদের তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

No comments

Powered by Blogger.