Adsterra

কঙ্গনাকে চড় মারা সেই নারীকে চাকরি দিতে চান বিশাল দাদলানি

কঙ্গনাকে চড় মারা সেই নারীকে চাকরি দিতে চান বিশাল দাদলানি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News


চণ্ডীগড় এয়ারপোর্টে নারী নিরাপত্তারক্ষীর হাতে চড় খেয়ে আলোচনায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন কঙ্গনা। এয়ারপোর্টে নিরাপত্তাজনিত তল্লাশির সময় হঠাৎ তাঁকে চড় মারেন নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌর। এ নিয়ে সরগরম ভারতের রাজনৈতিক অঙ্গন। ইতিমধ্যে কুলবিন্দরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে তাঁকে।


এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় সুরকার ও গায়ক বিশাল দাদলানি। ইনস্টাগ্রামে এ-সংক্রান্ত কয়েকটি স্টোরি শেয়ার করেছেন তিনি। দাদলানি আশ্বাস দিয়েছেন, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কুলবিন্দর কৌরের বিরুদ্ধে যদি কোনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে, যদি তাঁকে চাকরিচ্যুত করা হয়; তাহলে কুলবিন্দরের চাকরির ব্যবস্থা করে দেবেন তিনি।

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই  আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য    বই সম্পর্কে জানতে ক্লিক করুন

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই  আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য

  বই সম্পর্কে জানতে ক্লিক করুন


ইনস্টাগ্রাম স্টোরিতে ওই দিনের ঘটনার ভিডিও পোস্ট করে ৬ জুন বিশাল দাদলানি লেখেন, ‘আমি সহিংসতা পছন্দ করি না। কিন্তু এই কনস্টেবলের ক্ষুব্ধ হওয়ার পেছনে অনেক কারণ আছে। যদি তাঁর বিরুদ্ধে সিআইএসএফ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে, তাহলে তাঁর বিকল্প চাকরির ব্যবস্থা আমি করে দেব। যদি তিনি সেটা গ্রহণ করতে রাজি থাকেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।’


আজ শুক্রবার কুলবিন্দরকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তাঁর বহিষ্কারের খবর শেয়ার করে আজ ইনস্টাগ্রাম স্টোরিতে বিশাল দাদলানি লেখেন, ‘আবারও বলছি, মিসেস কৌরকে যদি তাঁর চাকরি থেকে সরানো হয়, দয়া করে কেউ তাঁকে জানাবেন, তাঁর চাকরির নিশ্চয়তা আমি দেব।’


এদিকে বিমানবন্দরে চড় খাওয়ার পর বলিউড তারকাদের একহাত নিয়েছেন কঙ্গনা রনৌত। কেন তারকারা তাঁর সমর্থনে কথা বলছেন না, এই অভিযোগ করে কঙ্গনা লেখেন, ‘ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, এয়ারপোর্টে আমার ওপর হামলার ঘটনায় হয়তো আপনারা মজা পাচ্ছেন, নতুবা বিষয়টি নিয়ে আপনারা একেবারেই নির্বিকার। কিন্তু মনে রাখবেন, কাল যদি দেশ বা বিদেশের কোনো রাস্তায় আপনি কিংবা আপনাদের সন্তানের ওপর আক্রমণ হয়; তখন বুঝতে পারবেন।’ যদিও পোস্টটি কিছুক্ষণ পর ডিলিট করে দেন কঙ্গনা রনৌত।

No comments

Powered by Blogger.