একটা সংসার দিও || সুমাইয়া রিমি
আমায় একটা সংসার দিও।
দু কামড়া বিশিষ্ট ছোট্ট একটা নীড়।
আধুনিকতার চাদরে মোড়ানো না হলেও চলবে।
চুনকাম করা সেকেলে গৃহের দেওয়াল হতে
হয়তো খসে পড়বে পলেস্তারা,
জীর্ণ প্রাচীরে মিশে থাকবে জীবনের সুখস্মৃতি
ফেলে যাওয়া কিছু কপোত কপোতীর
প্রাচীন প্রেমের ঘ্রাণ।
একজোড়া ক্লান্ত পায়ে ভর করে রোজ;
যেখানে দাড়িয়ে চোখ তুলে তাকালেই
অনন্ত নীলাম্বরে দৃষ্টি ছোঁয়ানো যাবে,
এমন এক চিলতে বারান্দা সমেত ক্ষুদ্র নিবাস।
নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত অতিরিক্ত
বলতে থাকবে; অবসর যাপনের উদ্দেশ্যে
ক্রয়কৃত দু চারটি পুস্তক, একটি স্বাস্থ্যবান
কবিতার খাতা, খুচরো অনুভূতি জমিয়ে রাখার
জন্য লাল রঙের ডাকবাক্স;
অব্যক্ত অনুভূতিসকল উদরস্থ করে নিয়ে যেটি ঠাই দাঁড়িয়ে থাকবে
তোমার আমার নির্ঝঞ্ঝাট সংসারের এককোণে।
একটা সংসার হোক তোমার আমার
কিংবা আমাদের।
পরিণয়ের পরবর্তী প্রেমের সংসার।
সে সংসারের নাম দেব আমি "শান্তিনীড়"।
তোমার প্রশস্ত বাহুডোরে খুঁজে পাওয়া
সুখের নামে নামকরণ।
No comments