বিয়ের খবরের চাপ ঢাকল আমাকে দিয়ে, কাকে ইঙ্গিত পরীমণির
কিছুদিন আগেই গুঞ্জন ছড়ায় চিত্রনায়ক শরীফুল রাজ ও শবনম বুবলী বিয়ে করেছেন। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখালেখিও হয়। তবে এসব বিষয়ে দুজনের কেউই কোনো কথা বলেননি। এর মধ্যে হঠাৎ জানা যায়, পরীমণির বাসায় গেছেন রাজ। আড্ডা দিয়েছেন, এমনকি পরীমনির রান্না করা খাবারও খেয়েছেন।
তবে বাসায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও পরীমণি জানান, খাবার খাওয়ার মতো ঘটনা মোটেও ঘটেনি। এরমধ্যে আজ শনিবার এক ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও এই নায়িকা ইঙ্গিতে বলেছেন, ‘সে স্বপ্নে আমার রান্না খায়।’
ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য
পরীমণির সঙ্গে শরীফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় এক বছর। বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। এক সাক্ষাৎকারে পরী বলেছেন, ‘রাজ আমার কাছে মৃত, ডেড।’ এর মধ্যে সম্প্রতি পরীমণির বাসায় রাজের যাওয়ার বিষয়টিতে অনেকে ভেবেছিলেন, হয়তো তারা দুজন আবার এক হচ্ছেন। তবে পরী সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।
পরীমণি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে অ্যালাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!’ ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও তার বন্ধু–শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, শরীফুল রাজকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন।
মন্তব্যের ঘরে খলচরিত্রের অভিনেতা শিমুল খান লিখেছেন, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)।’ প্রতি উত্তরে পরীমণি লিখেন, ‘আছে এক টোকাই। তার বিয়ার নিউজের চাপ ঢাকল, আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নিমকহারাম!’
No comments