Adsterra

ঢাকায় ফ্ল্যাট-গাড়ি, অঢেল টাকা: সিআইডির সাবেক কর্মকর্তা উত্তমের বিরুদ্ধে মামলা হচ্ছে

ঢাকায় ফ্ল্যাট-গাড়ি, অঢেল টাকা সিআইডির সাবেক কর্মকর্তা উত্তমের বিরুদঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News


সিআইডির সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের অঢেল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকায় চারটি ফ্ল্যাট, বাড়ি, ব্যাংকে অঢেল টাকা রয়েছে পুলিশের সাবেক এই কর্মকর্তার। এছাড়া গাজীপুর, সাভার, আশুলিয়ায় জমিসহ আছে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা। দুদকের প্রাথমিক তদন্তে এসব তথ্য মিলেছে। এখন উত্তম কুমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।


এদিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর সাবেক এই অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংক থেকে ইতোমধ্যে টাকা তুলে নেওয়াসহ সম্পদ অন্যের নামে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।


এদিকে গত ৩০ মে ঢাকার একটি আদালত উত্তম কুমারের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। ইতোমধ্যে উত্তমের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দর ও দেশের ইমিগ্রেশনগুলোতে চিঠি পাঠানো হয়েছে। দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় এখন মামলার প্রস্তুতি নিচ্ছে।


ঢাকা টাইমসের অনুসন্ধানে জানা গেছে, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়ার পর তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয় দুদক। তবে তিনি দুদকে সম্পদ বিবরণী জমা দেননি। এরপর তাকে সশরীরে দুদকে হাজির হতে নোটিশ দেয়া হলেও হাজির না হয়ে নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা তুলে নেন।


উত্তম কুমার ও তার স্ত্রীর বেশ কয়েকটি ব্যাংক হিসেব থেকে দুদক জানতে পারে এই দম্পতি প্রায় ৫৫ কোটি টাকা লেনদেন করেছে। এই লেনদেনের অর্থ উত্তম কুমারের আয়ের সঙ্গে সামঞ্জ্য নয়।


উত্তম কুমারের নামে বেনামে ঢাকা ও ঢাকার বাইরে বিপুল পরিমান সম্পদ রয়েছে। এরমধ্যে ঢাকায় চারটি ফ্ল্যাট এবং বিলাসবহুল গাড়ী, গাজীপুর, সাভার ও আশুলিয়ায় তার বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তির (জমি) সন্ধান পেয়েছে দুদক।


দুদক সূত্রে জানা গেছে, উত্তম কুমারের অস্থাবর সম্পদের খোঁজ নিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায়। পরে দুদক জানতে পারে উত্তম কুমারকে নোটিশ করার পরই তিনি সব ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়েছেন। এছাড়াও দুদকের হাত থেকে নিজেকে বাঁচাতে বিদেশ চলে যাওয়ার জন্য ভিসা রেডি করেছেন। এরপর তার বিরুদ্ধে আদালত বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রী আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদের তথ্য প্রমান পেয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে তারা জানতে পেরেছেন, উত্তম কুমার বিশ্বাস পুলিশে চাকরি করে অবৈধ উপায়ে সম্পদ গড়েছেন। ইতোমধ্যে উত্তম কুমারের বিরুদ্ধে মামলার সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে দুদক। চলতি মাসের মধ্যেই তার বিরুদ্ধে মামলা করা হতে পারে বলেও ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন দুদকের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা।


বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এসআই থেকে অতিরিক্ত পুলিশ সুপার হওয়া উত্তম কুমার নিজ নামে ও স্ত্রীর নামে সম্পদের পাহাড় গড়েছেন। ঢাকার বেইলি রোডে ফ্ল্যাটসহ একাধিক জমি, বাড়ি, গাড়ির মালিক এই উত্তম কুমার। কথিত আছে, পাশ্ববর্তী দেশ ছাড়াও ইউরোপ-আমেরিকায় গড়েছেন সম্পদ।


উত্তম কুমার আলোচিত বেশকিছু স্বর্ণচোরাচালানের মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। সেসময় এসব মামলা থেকে আসামিদের বাঁচিয়ে দিতে অনৈতিক সুবিধা নেন বলে অভিযোগ আছে। তাছাড়া অনেককে ফাঁসানোর ভয় দেখিয়ে বিপুল অর্থ নিয়েছেন। যা স্ত্রী, সন্তান ও আত্মীয়দের নামে-বেনামে রেখেছেন।


তথ্য রয়েছে, আলোচিত যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন উত্তম কুমার। সেসময় অনেককে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগ ছিল সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তখন ভয়ভীতি দেখিয়ে কামিয়েছেন বিপুল সম্পদ। অভিযোগ আছে, মিল্কি হত্যা মামলা তদন্তের সময় রাজনৈতিক, ব্যবসায়ীসহ অনেককে আসামি করার ভয় দেখান উত্তম।


মাগুরার মোহাম্মদপুরের বাসিন্দা উত্তম কুমার ১৯৮৯ সালে এসআই পদে পুলিশে যোগদান করেন। এরপর তিনি পরিদর্শক পদে পদোন্নতি পান। পরে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেলে তাকে সিআইডিতে পদায়ন করা হয়। এরপর র‍্যাব-২ প্রেষণে বদলি হন। গত বছরের মাঝামাঝি তিনি সিআইডিতে পুনরায় বদলি হন। এরপর গত বছর অক্টোবরে অবসরে যান।

No comments

Powered by Blogger.