Adsterra

সোনাক্ষী কোন ধর্মমতে বিয়ে করছেন?

সোনাক্ষী কোন ধর্মমতে বিয়ে করছেন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news,


বলিউড তারকা সোনাক্ষী-জহিরের বিয়ে আজ। সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী হলেও বিয়ে করছেন মুসলিম জহিরকে। ফলে প্রশ্ন উঠছে— কোন ধর্মমতে বিয়ে করবেন তারা? সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা-সমালোচনা।


ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সোনাক্ষীর বিয়ে উপলক্ষ্যে তার বাবার বাড়িতে পূজার আয়োজন করা হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, বাড়ি থেকে এক ব্রাহ্মণ বের হতে, তাকে ঘিরে ধরে বাইরে অপেক্ষারত সাংবাদিকরা। সামনে ক্যামেরা দেখেই তিনি বলে ওঠেন— ‘আজ কিছু বলব না। কাল আপনারা জানতে পারবেন।’


হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, হিন্দু বা মুসলিম নয়; আইনি বিয়ে হবে বলেই খবর রয়েছে। আর তারপর বিকালে বিয়ের পরে অভিনেত্রী শিল্পা শেঠির মুম্বাইয়ে থাকা বিলাসবহুল রেস্তোরাঁ, বাস্তিয়ানে একটি দুর্দান্ত পার্টির আয়োজন করা হয়েছে। অতিথি তালিকায় থাকছেন সালমান খান, হুমা কুরেশি এবং আয়ুশ শর্মার মতো তারকারা। 


তাদের সাত বছরের প্রেম পূর্ণতা পাচ্ছে আজ। সালমানের দেওয়া এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল তাদের। সেখান থেকেই বন্ধুত্ব অতঃপর প্রেম। এবার বাঁধা পড়ছেন কাগজ-কলমে।

No comments

Powered by Blogger.