Adsterra

হত্যার হুমকি আছে জানিয়েছেন ওসি, জিডিতে ব্যারিস্টার সুমন

পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla new

অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে—চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে এমন তথ্য জানতে পেরে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।


শনিবার (২৯ জুন) রাতে শেরেবাংলা নগর থানায় তিনি এই জিডি করেন।


ব্যারিস্টার সুমন জিডিতে উল্লেখ করেন, ‘গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর সরকারি মোবাইল ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে চার-পাঁচজনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’


ব্যারিস্টার সুমন জিডিতে আরও উল্লেখ করেন, ‘তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।’


সায়েদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন।


শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে আজকের পত্রিকাকে বলেন, ‘সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শনিবার একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি যাচাই করে আইনগত যেই ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সেটা গ্রহণ করব।’

No comments

Powered by Blogger.