Adsterra

নিজের বায়োপিকে শাহরুখ, অক্ষয়কে চান সানিয়া মির্জা

নিজের বায়োপিকে শাহরুখ, অক্ষয়কে চান সানিয়া মির্জা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla mews,

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা আন্তর্জাতিক মঞ্চে জিতেছেন একাধিক ট্রফি। তাই তাঁর বায়োপিক নিয়ে কৌতূহল থাকাটা স্বাভাবিক। সানিয়া এবার কথা বলেছেন তাঁর বায়োপিক নিয়ে। টেনিস তারকাও তাঁর বায়োপিক চান, তবে এর জন্য জুড়ে দিয়েছেন বিশেষ শর্ত।


সম্প্রতি, নেটফ্লিক্সে কপিল শর্মার কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে এসেছিলেন সানিয়া মির্জা। আর সেখানেই তাঁর বায়োপিক নিয়ে প্রশ্ন করা হয়।


শোয়ে সানিয়ার সঙ্গেই ছিলেন ভারতীয় বক্সার মেরি কম। ২০১৪ সালে মেরির বায়োপিকে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্য দিকে ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহালের বায়োপিকে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া। কপিল জানতে চান, নিজের বায়োপিকে সানিয়া কাকে দেখতে চাইবেন? উত্তরে মজা করে সানিয়া বলেন, ‘আর কোনও অভিনেত্রীর বোন কি বাকি আছে?’ এরই সঙ্গে তিনি বলেন, ‘আমাদের ভারতে অনেক ভালো অভিনেত্রী রয়েছেন। যে কেউই অভিনয় করতে পারেন। অন্যথায় আমি নিজেও অভিনয় করতে পারি।’


এরই সঙ্গে কপিল জানান যে শাহরুখ খান এক বার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, সানিয়ার বায়োপিকে তাঁর প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান বলিউড বাদশাহ। তা শুনে সানিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। কারণ, সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু মজা করে সানিয়া বলেন, ‘কিন্তু তার আগে তো আমাকে ভালোবাসার পাত্র খুঁজে পেতে হবে।’

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই  আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য    বই সম্পর্কে জানতে ক্লিক করুন

ডা. আবিদা সুলতানার স্বাস্থ্যপরামর্শ বিষয়ক বই  আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য

  বই সম্পর্কে জানতে ক্লিক করুন


তবে এখানেই শেষ নয়। কপিল শর্মা জানতে চান, শাহরুখ রাজি হলে সানিয়া সিনেমাটা করবেন কি না। সানিয়া তখন বলেন, ‘শাহরুখ রাজি হলে হয়তো আমি নিজেই অভিনয় করব। এ ছাড়া অক্ষয় কুমারও যদি রাজি হন, তা হলে আমি অভিনয় করব।’


গত কয়েক বছর ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের সম্পর্কে টানাপোড়েন চলছিল। দু’জনে আলাদা থাকছিলেন। চলতি বছরে ২০ জানুয়ারি পাকিস্তান অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন শোয়েব।

No comments

Powered by Blogger.