Adsterra

বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News


বর্তমান সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। বিকেল ৫টায় শুরু হবে এ অধিবেশন। তার পরদিন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।


জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হচ্ছে সংসদ অধিবেশন। নিয়ম অনুযায়ী স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী জাতীয় সংসদ সদস্যদের সামনে আগামী অর্থবছরের রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসেব তুলে ধরবেন। বাজেট প্রস্তাবের পর তার ওপর প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনা পাল্টা আলোচনার পর জুন মাসের ৩০ তারিখ তা চূড়ান্তভাবে পাস হবে। অবশ্য তার আগে ১০ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট হতে যাচ্ছে এটি। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের টানা ১৬তম বাজেট ঘোষণা হবে কাল। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।


অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের আকার হতে যাচ্ছে ৭ লাখ ৯৬ হাজার কোটি টাকা। এটিই হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। বড় ব্যয়ের আকাঙ্ক্ষার বিপরীতে বাজেটে থাকবে রাজস্ব আহরণের বড় লক্ষ্যমাত্রাও। জানা গেছে, এবারের বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা থাকবে প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায়ের লক্ষ্য দেওয়া হবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা।


এ ছাড়াও বাজেটে উন্নয়ন বরাদ্দ অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধরা হচ্ছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। বড় বাজেটে ঘাটতির পরিমাণও বাড়বে। বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়ার পরও বাজেটে ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়াবে ২ লাখ ৫৫ হাজার কোটি টাকা। আর এই ঘাটতি মেটাতে সরকারকে দেশ ও বিদেশের কয়েকটি উৎস থেকে ঋণ করতে হবে। তবে এবারই প্রথমবারের মতো সঞ্চয়পত্র বিক্রি থেকে কোনো ঋণ নেবে না সরকার।


এদিকে, আজ বাজেট অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করবেন স্পিকার। তবে সম্প্রতি ভারতে নিহত হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আসন শূন্য ঘোষণার বিষয়ে জাতীয় সংসদ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। মরদেহ এখনো না পাওয়ায় আসন শূন্য ঘোষণার বিষয়ে জটিলতা থাকায় শোক প্রস্তাবে তার নাম থাকছে না বলেও জানা গেছে।

No comments

Powered by Blogger.