বর্ষায় যেভাবে গাছের যত্ন নেবেন
বর্ষাতেই গাছপালার বেশি যত্ন প্রয়োজন। বিশেষ করে ঘরের গাছগুলির। বাইরে গাছগুলি বর্ষার পানি, বাতাস পাচ্ছে। এই মৌসুমে যত্ন প্রয়োজন ঘরের গাছগুলির।
পানি দেওয়া
বর্ষায় মাটি এমনি ভিজেই থাকে। ফলে দফায় দফায় পানি দেওয়ার প্রয়োজন নেই। বেশি পানি পেয়ে আবার গাছ হাঁপিয়ে উঠতে পারে। তাই পরিমাণ মতো পানি দেওয়া প্রয়োজন। বেশি পানি পেলে গাছের গোড়া পচে যেতে পারে।
টব পরিষ্কার না করা
বারান্দার গাছগুলি বর্ষার সময় ঘরে তুলে এনে রাখুন। তবে সব সময় তা সম্ভব না হলেও পরে টবে জমে থাকা পানি ফেলে দিতে ভুলবেন না। টবের নিচে যদি ছিদ্র থাকে, তা হলে সমস্যা নেই। না থাকলে মনে করে পানি ফেলে দিতে হবে। না হলে গাছের শিকড় পচতে শুরু করবে। শিকড় পচে গেলে গাছ বাঁচিয়ে রাখা সম্ভব হবে না।
অতিরিক্ত সার দেওয়া
গাছ বড় করে তুলতে সার দেওয়া প্রয়োজন। তাই বলে অতিরিক্ত সার দেওয়া ঠিক নয়। প্রয়োজন বুঝে সার দিতে হবে। বর্ষায় গাছে পোকামাকড়ের আনাগোনা বাড়ে। এই উপদ্রব দূর করতে কীটনাশক ব্যবহার করতে পারেন। তবে সেটাও মাত্রাতিরিক্ত পরিমাণে নয়।
ডাল ছাঁটাই
গাছের অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলার এটাই ভালো সময়। এ সময় ডাল ছেঁটে দিলে নতুন পাতা গজাবে।
ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড, ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯
No comments