জীবিকার তাগিদে শিশুকালে ঢাকায় আসা আবেদ আলীর এত সম্পদ
গত ১২ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারদের মধ্যে আছেন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তাঁর ছেলে। আজ সোমবার সকাল থেকে আবেদ আলী ও তাঁর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নানা কর্মকাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, পরিবার অসচ্ছল হওয়ায় মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিদে আবেদ আলী পাড়ি জমিয়েছিলেন রাজধানী ঢাকায়। সে সময় অনেক কষ্টে দিনাতিপাত পার করেন তিনি। এরপর শেখেন গাড়ি চালানো। চাকরি নেন সরকারি কর্ম কমিশনে (পিএসসি)। দিনে দিনে জড়িয়ে পড়েন বিসিএসসহ পিএসসির অন্যান্য প্রশ্নফাঁস চক্রের সঙ্গে।
আবেদ আলী মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের সৈয়দ আব্দুর রহমান মীরের ছেলে। চার ভাইবোনের মধ্যে আবেদ আলী মেজো।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চেয়েছিলেন আবেদ। দীর্ঘদিন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচার প্রচারণাও চালিয়েছেন। কোটি টাকার গাড়িতে চড়ে জনসংযোগ করেন সৈয়দ আবেদ আলী (জীবন) ও তাঁর ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম।
বাবা-ছেলে এলাকায় দান খয়রাত করেন দুই হাতে। আবেদ আলী গ্রামের বাড়িতে বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন। বাড়ির পাশে করেছেন মসজিদ। এ ছাড়া রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে নির্মাণ করার চেষ্টা করেছেন গরুর খামার ও শপিং সেন্টার। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ।
স্থানীয়রা জানান, ঢাকার উত্তরায় ১২ তলা, মিরপুরে ৮ তলাসহ একাধিক বাড়ি রয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে তাঁর তিন তারকা মানের হোটেলও।
সামান্য একজন গাড়িচালক থেকে হঠাৎ করে এমন বিত্তবৈভবের মালিক হওয়ায় তাঁর সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও। গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে ১০০ জনকে এক কেজি করে মাংস দিয়েছেন তিনি। সেই ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে।
পিএসসির প্রশ্নফাঁস: গাড়িচালক আবেদ আলী ও তাঁর ছেলেসহ গ্রেপ্তার ১৭পিএসসির প্রশ্নফাঁস: গাড়িচালক আবেদ আলী ও তাঁর ছেলেসহ গ্রেপ্তার ১৭
স্থানীয়রা জানান, আবেদ আলীর ছেলে সিয়াম একাধিক দামি গাড়ি ব্যবহার করেন। পড়েছেন ভারতের শিলিগুড়িতে। এরপর দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়েছেন। তিনি ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক।
ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড, ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯
No comments