মঙ্গলবার বিক্ষোভ মিছিল করবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বেলা ৩টায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের প্রধান গেটের পাশে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘সারা দেশে মর্মান্তিকভাবে আমাদের ওপর হামলা চালানো হলো। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ভিসি এবং প্রক্টর আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।’
No comments