Adsterra

ইচ্ছে করে || সুমাইয়া রিমি

ইচ্ছে করে, সুমাইয়া রিমি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news,

ইচ্ছে করে খুব সকালে, হবো তোমার এলার্ম ঘড়ি, 

নিদ্রাঘোরে শুনবে হঠাৎ, বাজছে আমার কাঁচের চুরি। 

ইচ্ছে করে এক পেয়ালায়, চায়ের চুমুকে প্রেম জমাই,

আমার দেওয়া আশকারাতে, রঙিন ঠোঁটে তোমার ঠাই।


ইচ্ছে করে একটা বর্ষা, শুধুই তোমার আমার হোক, 

বৃষ্টি মেখে পড়বো তোমার, সর্বনাশী প্রেমিক চোখ।

ইচ্ছে করে তোমায় নিয়ে, কাব্য গাঁথি উন্মত্ত প্রেমের, 

গভীর মায়ায় শব্দরাশি, গল্প লিখুক তোমার নামের।


ইচ্ছে করে তোমায় নিয়ে, দেখবো আকাশ জ্যোৎস্না হলে, 

স্নিগ্ধ আলোয় নিবিড় প্রেমে, বাঁধবো তোমায় নীল আঁচলে।

ইচ্ছে করে প্রথম প্রহর, প্রণয় সুধায় হই মাতাল, 

রাত্রি শেষে প্রভাত এলে, বলবে তুমি "শুভ সকাল"।


ইচ্ছে করে কন্ঠে তোমার, চার অক্ষরের শব্দ শুনি, 

তোমার কবে সময় হবে? তীব্র আশায় দিন গুনি। 


No comments

Powered by Blogger.