Adsterra

ধনী হওয়ার বাধাগুলো জেনে নিন

ধনী হওয়ার বাধাগুলো জেনে নিন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news

আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি করতে না পারায় এই সমস্যায় পড়তে হয়। ‘লাইফস্পান’ সাময়িকীর মতে, কিছু আর্থিক ভুলই মানুষের ধনী হওয়ার পথে বাধা।


জেনে নিন বাধাগুলো 

•    আয়ের চেয়ে ব্যয় বেশি করলে কখনোই সঞ্চয় করা সম্ভব হবে না। শুধু খরচ করলেই হবে না। সঞ্চয়ের দিকেও খেয়াল করতে হবে।

•    অনেকেই পছন্দের জায়গায় শুরুতেই কাজ করার সুযোগ পান না। আর এটা না পেয়ে কাজ শুরু না করলে, আপনিই পিছিয়ে যাবেন।

•    উদ্যোক্তা হতে চাইলে শুরুতেই উচ্চ সুদে ঋণ নেবেন না। নয়তো ঋণের বৃত্ত থেকে বের হওয়া কঠিন হয়ে যায়।

•    ছয়মাস চলার মতো জরুরি ফান্ড রাখুন। যেকোনো বিপদের সময় এই ফান্ড নতুন করে শুরু করতে সাহায্য করবে।

•    খরচ কমানোর চেষ্টা করুন। যা আয় করেন তার থেকে একটা অংশ সঞ্চয়ের জন্য রেখে খরচের বাজেট করুন।

•    কথায় কথায় নতুন ব্যবসায় বিনিয়োগ করা নয়। একটি ব্যবসায় একজন ভালো করেছে বলে আপনিও সফল হবেন এটা ভেবে সব সঞ্চয় বিনিয়োগ করবেন না। প্রথমে মার্কেট বুঝে, অভিজ্ঞতা অর্জন করে বিনিয়োগ করুন।  

•    নিজে কাজ করার অনেক ভালো দিক রয়েছে। যেমন আপনি যদি নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেন তবে স্টাফরা সময় মতো ঠিকভাবে কাজ করবে। আর আপনি নিজে যদি অন্যের প্রতিষ্ঠানে জব করেন তাহলে অফিস কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট থাকবে। ফলে দ্রুত দায়িত্ব বাড়বে সঙ্গে আয়ও... 

No comments

Powered by Blogger.