Adsterra

নাফিস ইকবালকে ব্যাংকক নেওয়া হচ্ছে

নাফিস ইকবালকে ব্যাংকক নেওয়া হচ্ছে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bangla news,

মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে। তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে ঝুঁকি এড়াতে ও আরেকটু উন্নত চিকিৎসার জন্য রোববার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নেওয়া হবে।


নাফিসের পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ভাইয়ের অসুস্থতার খবর জেনে গত শুক্রবার দুবাই থেকে দেশে ফেরেন তামিম ইকবাল। তিনি ফেরার পর পরিবারের সবাই আলোচনা করে নাফিসকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়। নাফিসের সঙ্গে ব্যাংককে যাবেন তার মা, স্ত্রী এবং বোন। তামিম ইকবালও ভিসা করানোর পর ব্যাংকক যাবেন।


৩৯ বছর বয়সী নাফিস গত শুক্রবার ভোরে নিজ শহর চট্টগ্রামে প্রচণ্ড অসুস্থ বোধ করায় হাসপাতালে নেওয়া হয়। পরে স্ট্রোক হয়েছে নিশ্চিত হওয়ার পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আনা হয় ঢাকায়। ঢাকায় এমআরআই করে চিকিৎসকরা নিশ্চিত হন তার মাইনর স্ট্রোক হয়েছিল। আপাতত নাফিস মোটামুটি শঙ্কামুক্ত। তবে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যা বলে যে কোনো সময় অবস্থার অবনতির শঙ্কাও থাকে।


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাফিস জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। দারুণ কিছু আন্তর্জাতিক ইনিংস থাকলেও ক্যারিয়ার বড় করতে পারেননি। ২০০৬ সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন ঘরোয়া ক্রিকেট। বর্তমানে তিনি জাতীয় দলের ম্যানেজার ও লজিটিস্টকস ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন।

ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড, ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯

ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড, ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯

No comments

Powered by Blogger.