রেসলিং থেকে অবসরের ঘোষণা দিলেন জন সিনা
জন সিনা রেসলিং দুনিয়ায় কিংবদন্তি এক নাম। রেসলিংকে বিদায় জানালেন ১৬ বারের চ্যাম্পিয়ন জন সিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
শনিবার টরন্টোর স্কোটিয়াব্যাঙ্ক অ্যারেনায় ডব্লিউডব্লিউই এর মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে অবসরের ঘোষণা দিয়েছেন ৪৭ বছর বয়সী এই রেসলার।
মানি ইন দ্য ব্যাঙ্ক অনুষ্ঠানে স্পেশাল এন্ট্রি নেন। এবং তিনি রিংয়ে প্রবেশের সময় একটি তোয়ালে তুলে ধরেন। যেখানে লেখা, 'এবার শেষ সময়'। তাঁর টিশার্টে লেখা ছিল, জন সিনার ফেয়ারওয়েল ট্যুর ২০২৫।
সবাইকে চমকে দিয়ে জন সিনা দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'দুই যুগের বেশ সময় ধরে আমি ডাব্লিউডাব্লিউই তে এবং এটাই সময়। যখন কেউ আমার নাম জানতো না, কেউ বন্ধু হতে চাইতো না তখন আমার পাশে ছিল ফ্যান্সরা। আমি এই সময়ে একটা জিনিস দেখেছি, শীত হোক বা গ্রীষ্ম সমর্থকরা সবসময় থাকেন।'
এরপরই জন সিনা জানান ২০২৫ সালের রয়্যাল রাম্বল, এলিমিনেশন চেম্বার এবং রেসেলম্যানিয়া ৪১ এ শেষবার প্রতিদ্বোন্দ্বিতা করতে নামবেন নামবেন রেসলিং রিংয়ে।
২০০২ সালে রেসলিংয়ে আত্মপ্রকাশ ঘটে জন সিনার। এরপর দ্রুত ভক্তদের জায়গা করে নেন। হয়ে ওঠেন তুমুল জনপ্রিয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি রেসলিং ছেড়ে অভিনয়ের দিকে নজর দেন। ২০১৮ সাল থেকে তিনি পার্টটাইম অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে অভিনয়ে আরও বেশি সময় দিচ্ছেন তিনি। সিনা যুক্ত হয়েছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্রাঞ্চাইজিতে। এছাড়া বার্বি, ড্যাডিস হোম সিনামাতেও দেখা গেছে জন সিনাকে।
পরবর্তীতে অভিনয়ে বেশি সময় দিলেও কখনো রেসলিং থেকে লম্বা সময়ের জন্য বিরতি নেননি। পেশাদার রেসলিং থেকে জন সিনার এই অপ্রত্যাশিত অবসরের ঘটনায় চমকে গেছেন তার ভক্তরা।
জন সিনা ১৩ বার ডব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনবার। ডব্লিউডব্লিউয়ের ইতিহাসে রিক ফ্লেয়ার ও জন সিনা সমান ১৬বার চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
এছাড়া ডব্লিউডব্লিউই এর অন্য সব বেল্টও জিতেছেন সিনা।
ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড, ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯
No comments