ক্ষণস্থায়ী প্রেম || সুমাইয়া রিমি
সবটুকু প্রেম শুষে নেওয়ার পর
যেটুকু বাকি থাকে সেটুকু অপ্রেম।
প্রেমের সঙ্গে তার ঘোর বিরোধ।
অপ্রেমের গল্পের সূচনায় তবুও থেকে যায় প্রেম।
সবটুকু মুগ্ধতা ফুরিয়ে যাওয়ার পর
যেটুকু বাকি থাকে সেটুকু বিরক্তি,
মুগ্ধতার ধ্বংসাবশেষ থেকেই তার সৃষ্টি
সূচনালগ্নে যা ছিলো প্রখর আসক্তি।
সবটুকু ভালোবাসা নিঃশেষ হয়ে গেলে
যেটুকু বাকি থাকে সেটুকু ঘৃণা।
তার অনুভূতি ভালোবাসার বিপরীতে।
খুঁজে দেখো, এককালে তা ভালোবাসাই ছিলো কিনা?
সবটুকু মায়া কেটে গেলে
যেটুকু বাকি থাকে সেটুকু অবহেলা,
বিচ্ছেদের গল্পের সূচনা সেখান থেকেই
অতঃপর সমাপ্ত ক্ষণস্থায়ী প্রেমের খেলা।
ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড, ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯
No comments