Adsterra

ক্যাম্পাসে থেকে বহিরাগতদের বের করতে পুলিশ মোতায়েন : ঢাবি প্রক্টর

ক্যাম্পাসে থেকে বহিরাগতদের বের করতে পুলিশ মোতায়েন, ঢাবি প্রক্টর, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, b

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেছেন, ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করে দেওয়ার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।


এদিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং টিএসসির দিকে ছাত্রলীগ অবস্থান করছে।


সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হক হলের সামনে শিক্ষার্থীদের বুঝিয়ে হলে পাঠানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 


আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে না এমন অভিযোগ উঠেছে এবং কত শিক্ষার্থী আহত হয়ে মেডিকেলে চিকিৎসা নিয়েছে সেই হিসেব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আছে কিনা জানতে চাইলে ড. মো. মাকসুদুর রহমান বলেন, কি পরিমাণ বা কতজন শিক্ষার্থী আহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখন আমরা বলতে পারছি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে মেডিকেল কর্তৃপক্ষকে বলা হয়েছে। 


শহীদুল্লাহ হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী এবং টিএসসির দিকে ছাত্রলীগের অবস্থানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের মাঝে যাতে কোনো সংঘর্ষ না হয় সেজন্য দোয়েল চত্বরে পুলিশ অবস্থান করবে।

No comments

Powered by Blogger.