আবেদ আলীর নীতিবাক্য-ধর্মচর্চা নিয়ে ফেসবুকে সীমাহীন ট্রল
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন অনেকটাই ‘আবেদময়’। প্রতি স্ক্রলেই সামনে আসছে গাড়িতে, বিমানে এবং বাইরে দাঁড়িয়ে-বসে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর নামাজ আদায়ের ছবি। এরইমধ্যে ভাইরাল হয়েছে তার ব্যক্তিগত ফেসবুক আইডি-পেজ এবং বড় ছেলে সিয়ামের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করা নীতিবাক্য ও ধর্মচর্চার বিভিন্ন বিষয়ও।
আবেদ আলীর ফেসবুক পেজ থেকে ছবির পাশাপাশি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যার ক্যাপশনে তিনি লেখেন— ‘আমার জীবনে কোনদিন অসদুপায় অবলম্বন করিনি। গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি’। এই ভিডিওটি ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি শেয়ার হয়েছে। আর কমেন্টেও মানুষজন নানান নেতিবাচক এবং ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন।
হাবিবুর রহমান নামের একজন মন্তব্য করেন, ‘চাচা ভিডিওটা ডিলিট দেন, নইলে একটু পরেই দেখবেন অটো ভাইরাল হয়ে গেসেন’। ফয়সাল আহমেদ নামের আরেকজন মন্তব্য করেন, ‘চাচা, আপনার আত্মার মাগফেরাত কামনা করি’। মাহফুজুল আলম মিশকাত নামের আরেকজন মন্তব্য করেন, ‘এ যেন লালসালু উপন্যাসের মজিদ চাচার প্রতিচ্ছবি। ধার্মিক রূপ ধারণ করে এরা মানুষের কাছে বিশ্বাসী ও নির্ভরযোগ্য হয়ে ওঠে। মানুষও তাদের ধার্মিক রূপ দেখে বিভ্রান্ত হয়ে যায়। আপনারা একটু খেয়াল করলে দেখবেন বাংলাদেশের যেকোনো ব্যক্তি বা যেকোনো প্রতিষ্ঠানে কোথাও ধার্মিকতার ছোঁয়া পেলে মানুষ সেখানে ব্যাপক আস্থা রাখে। সেই লেবাসধারী লোকদের কারণে আজ পুরো ধর্ম ও ধর্ম ব্যবস্থা প্রশ্নবিদ্ধ’।
ডা. আবিদা সুলতানা এখন নিয়মিত রোগী দেখছেন সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতালে।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঠিকানা - ৭৭২/১-এ, বসিলা রোড, ময়ূরভিলা সংলগ্ন, মোহাম্মদপুর বাসস্টান্ড, ঢাকা। সিরিয়ালের জন্য কল করুন : ০১৭৪৫৬৭৬৯২৯
No comments