পরীক্ষা-পরবর্তী কাজ
(১) পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কোন বেহুদা কাজে সময় নষ্ট না করে সময় থাকলে ঘুমিয়ে নিবে। এতে শরীর চাঙ্গা হয়ে উঠে এবং সামনের পরীক্ষার জন্য নতুন উদ্যম সৃষ্টি করে।
(২) পরীক্ষা দেয়ার পরপরই বাসায় ফিরে প্রশ্ন মিলিয়ে দেখবে না। কিংবা অন্যের সাথে আলোচনা করবে না। কারণ যদি ভুল হয়ে থাকে তাহলে মন খারাপ হবে এবং পরবর্তী পরীক্ষায় এর বিরূপ প্রভাব পড়বে। হ্যা, সব পরীক্ষা শেষ হয়ে গেলে প্রশ্নগুলো নিয়ে মিলাবে। এতে ভুল সংশোধনের পথ খুলবে।
(৩) নিজের জন্য এবং সহপাঠীদের জন্য বেশী বেশী দু 'আ করবে। শুধু নিজের জন্য দু 'আ করবে না। কারণ অন্যের জন্য দু'আ করলে তখন ফেরেশতারা তোমার জন্য দু'আ করবে। ফলে আল্লাহ তা'আলার কাছে তা অতি তাড়াতাড়ি কবুল হবে।
No comments