পদত্যাগ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মশিউর রহমান পদত্যাগ করেছেন। আজ রবিবার (১১ আগস্ট) দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।
এ বিষয়ে অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি।
২০২১ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
No comments