প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিল নৌবাহিনী
সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির।
এমতাবস্থায় বন্যাদুর্গতদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন জমা দিয়েছেন নৌবাহিনীর সদস্যরা।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ‘বন্যার্তদের সহায়তায় নৌ সদস্যদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে।’
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের অনুদান দিতে ক্লিক করুন
No comments