লাবণ্য৷ | সুরভী জান্নাত লাবণ্য
প্রাণের প্রিয় লাবণ্য,,
তুমি আমার প্রাণের তারণ্য।
তোমাকে পেয়ে আমি ধন্য,
তুমি হিনা আমি শুণ্য।
প্রাণে এসে মোরে করেছো পুণ্য,
তুমি হিনা পৃথিবী নীল বর্ণ।
তোমাকে সবখানে করি গণ্য,
তুমি জন্মেছো শুধু আমারি জন্য।
প্রাণে মনে তোমারি নাম প্রযোজ্য,
তুমি হারালে খুঁজি হন্যতন্য।
তোমাকে ছাড়া অন্যকে হয়না সহ্য,
তুমি যে আমার ভালোবাসার লাবণ্য।
No comments