Adsterra

ফেনীতে বন্যার্তদের বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল যুবকের

ফেনীতে বন্যার্তদের বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল যুবকের, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Top News, Hot News, bang

ফেনীতে বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা সাইফুল ইসলাম সাগর মারা গেছেন। তবে তার মরদেহ প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাড়িতে আনা হয়নি। আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। 


নিহত সাগর করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলিমুদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যা মিয়ার ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।


স্থানীয় সূত্র জানায়, সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করতেন। ফেনীসহ কয়েক জেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে তার সেখানকার বন্ধু-সহকর্মীরা উদ্যোগ নেন। এতে গতকাল বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার কাজে আসে। সেখানে পানিতে ডুবে সাগর মারা যায়।


করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, ‘সাগর ফেনীতে পানিতে ডুবে মারা গেছে। তবে তার মরদেহ বাড়িতে আনা হয়নি। মরদেহ বাড়িতে আনতে তার পরিবারকে সব সহযোগিতা করা হবে।’

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের অনুদান দিতে ক্লিক করুন


রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, ‘মোবাইলফোনে একজন বিষয়টি আমাকে জানিয়েছে।


কিন্তু বিস্তারিত কিছু জানা নেই। খোঁজ নেওয়া হবে। এ ছাড়া টানা বৃষ্টিতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় ২ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। ট্যাগ অফিসারদের মাধ্যমে ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।


No comments

Powered by Blogger.