Adsterra

নতুন উপদেষ্টারা কে কোন দপ্তর পেলেন

নতুন উপদেষ্টারা কে কোন দপ্তর পেলেন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে যুক্ত হওয়া চার উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে বঙ্গভবনে নতুন এই চার উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।


নতুন উপদেষ্টাদের মধ্যে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত হয়েছেন।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব ড. মুহাম্মদ ফাওজুল কবির খান পেয়েছেন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব। তাকে দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব।


আর লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব ছিল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের হাতে। তাকে নতুন করে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।


এ ছাড়া সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের স্থান পাওয়া নাহিদ ইসলামে কর্মপরিধি বেড়েছে। তিনি শুরুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন।


এর আগে তিন দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। তাদের মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে তাদের মধ্যে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ আরও চারজনের শপথ নেওয়ার মাধ্যমে এ পর্যন্ত উপদেষ্টার সংখ্যা হলো ২১ জন।


গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। পরে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এদিন তার সঙ্গে উপদেষ্টা হিসেবে শপথ নেন ১৬ জন উপদেষ্টা।


No comments

Powered by Blogger.