Adsterra

যে ৮ কারণে সন্তান অবাধ্য হয়ে ওঠে

যে ৮ কারণে সন্তান অবাধ্য হয়ে ওঠে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

অনেক বাবা-মা অভিযোগ করেন তাদের সন্তান কথা শোনে না। সন্তান অবাধ্য হওয়ার পেছনে পিতা-মাতাও অনেকটাই দায়ী। তাদের কিছু ভুলে সন্তান অবাধ্য হয়ে ওঠে। জানুন যে আট কারণে সন্তান অবাধ্য হয়ে ওঠে।  


অবাধ্য সন্তান​

সব বাবা-মাই চান যে সন্তান যেন তাদের বাধ্য হয়, কথা শোনে। কিন্তু ছোটবেলা থেকেই কোনও কোনও বাচ্চা ভীষণ অবাধ্য হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছন যে সন্তানের অবাধ্য হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। জেনে নিন ঠিক কোন কোন কারণে সন্তান বাবা মা এবং পরিবারের অন্য বড়দের কথা শুনতে চায় না।


​মনোযোগের অভাব​

এখনকার দিনের অনেক বাচ্চার মধ্যেই মনোযোগের অভাব লক্ষ্য করা যায়। এরা আপনার কথা ভালো করে শোনে না বলই আপনি কী বললেন তা এদের খেয়াল থাকে না।


উত্তেজনা​

বাচ্চারা অনেক সময় অতিরিক্ত উত্তেজিত হয়ে থাকে। বাড়িতে অশান্তি হলে বা বাচ্চার স্ক্রিন টাইম বেশি হলে তার নার্ভ উত্তেজিত হয়ে থাকে। এই অবস্থায় তার পক্ষে বড়দের নির্দেশ মানা সম্ভব হয় না।


​জটিল নির্দেশ​

আপনি বাচ্চাকে কী বলতে চাইছেন, তা স্পষ্ট ভাবে সহজ ভাষায় বলুন। যদি সন্তান আপনার নির্দেশ বুঝতেই না পারে, তাহলে সে তা মান্য করবে কী করে?


নিজেকে স্বাধীন ভাবা

বাড়ন্ত বয়সের বাচ্চারা বড়দের কথা শোনার থেকে নিজেকে স্বাধীন ভাবতেই বেশি ভালোবাসে। তাদের লিমিট ঠিক কতদূর, তা বুঝতে এরা বড়দের অবাধ্য হয়।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, সিটি হেলথ সার্ভিসেস, মোহাম্মদপুর, Dr Abida Sultana, health, fitness,

                                                ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই


​মনোযোগ আকর্ষণ​

বাবা-মায়ের মনোযোগ আকর্ষণ করার জন্য অনেক সময় বাচ্চারা অবাধ্যতা করে থাকে। বাবা-মা নিজের কাজে ব্যস্ত হলে এমনটা হতে পারে।


​মন খারাপ​

সন্তান যদি আপনার কথা না শোনে, তাহলে খোঁজ নিন, কোনও কারণে তার মন খারাপ নয় তো? যা সে আপনাকে বলতে পারছে না। ক্লান্তি বা অবসাদ থাকলে বাচ্চা কথা শুনতে চায় না।


নানা রকম নির্দেশ​

কোনও বিষয় নিয়ে সন্তানকে আজ একরকম নির্দেশ দিলেন, কাল আর একরকম নির্দেশ দিলন, এরকম করবেন না। নির্দেশ ঘন ঘন পালটে বাচ্চা কোনটা শুনবে তা বুঝতে পারে না।


No comments

Powered by Blogger.