বন্যার্তদের এক দিনের বেতন সহায়তা দেবে দুই মন্ত্রণালয়
দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন জমা দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারী।
শুক্রবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযো গমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারী এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন। দেশের এই সংকটকাল উত্তরণে সকলে এগিয়ে আসুন।
আরও পড়ুন - বন্যায় স্বাস্থ্য সমস্যা : করনীয়
এদিকে বন্যাদুর্গতদের সহায়তায় এক দিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন টেন মিনিট স্কুলের শিক্ষক ও কর্মীরা। শুক্রবার এ তথ্য জানিয়ে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেছেন, ‘আমাদের টিচার এবং কর্মীরা সম্মতিক্রমে এক দিনের বেতন দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। টেন মিনিট স্কুলও সমপরিমাণ অর্থ যোগ করবে এই উদ্যোগে।’
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের অনুদান দিতে ক্লিক করুন
No comments